অধিকার ছিনিয়ে নেওয়ার গান গাইলেন চার কন্যা
কলকাতা: ‘যে মেয়েটির লুকোনো তীর, সঠিক তাক করেছে পণ/সে মেয়েটির লাগেনা ভিড় একাই হয়ে যায় একশজন।’ ধর্মের দোহাই দিয়ে মেয়েদের আটকে রাখার দিন শেষ হয়ে গেছে সেই কবেই। তবে অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার লড়াই এখনও বোধহয় পুরোপুরি শেষ হয়নি। ৩ মার্চ শহরে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির আনুষ্ঠানিক মিউজ়িক লঞ্চে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার গানই গাইলেন সোমলতা আচার্য চৌধুরী, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী ও উজ্জয়িনী মুখোপাধ্যায়।
অরিত্রর ছবির অনুপ্রেরণা নন্দিনী ভৌমিক। বছর দশেক আগে প্রবল বাধার মাঝে পৌরহিত্যের কাজ শুরু করেন পেশায় অধ্যাপক নন্দিনী।
বরুণদেব বাধ সাধলেন বারবার তবুও থামানো গেল না চার কন্যাকে। বৃষ্টিস্নাত সোমলতা গাইলেন ‘তুই চল এগিয়ে চল’, সুরাঙ্গনার গলায় শোনা গেল ‘কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে’। আকাশভাঙা বৃষ্টির মাঝেই বিয়ের গান গাইলেন লগ্নজিতা, মন্ত্র পড়লেন উজ্জয়িনী।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
অনুষ্ঠানে নন্দিনী ছাড়াও উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী ও সোহম মজুমদার। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র কেন্দ্রীয় চরিত্র শবরীর ভূমিকায় রয়েছেন ঋতাভরী। শবরীর স্বামী বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন সোহম। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সোমা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও মানসী সিনহাকে।
ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।