‘আমরা চিত্রপ্রেমী’র বসন্তোৎসবে ৮০০ মানুষের যোগদান
কলকাতা: বাগবাজার গৌরিমাতা উদ্যানে ১ মার্চ অনুষ্ঠিত হলো ‘আমরা চিত্রপ্রেমী’ ফটোগ্রাফি ক্লাবের বসন্তোৎসব ‘বিশে বিশ’। অনুষ্ঠানে যোগদান করেন সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৮০০ মানুষ। প্রতি বছর বসন্তোৎসবকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে সংগঠনটি।
‘আমরা চিত্রপ্রেমী’র কর্ণধার ও বসন্তোৎসবের মূল উদ্যোক্তা রাজীব মুখোপাধ্যায় জানালেন, “এর আগে তিনবার এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল ময়দানে। ২০১৯-এ শ্যামবাজারের নিকটবর্তী শ্যামপার্কে আমরা এই উৎসবের আয়োজন করেছিলাম। তবে এ বছর ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিই আমরা।”
আরও পড়ুন: ফিরছে অপু, শীর্ষসঙ্গীতে বাজাবেন অনুষ্কা
সংগঠনটি মূল পরামর্শদাতা কলকাতা পৌরসংস্থার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মিত্র। পার্থবাবু ছাড়াও উৎসবে উপিস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও অল ইন্ডিয়া মাইনরিটি ফেডারেশনের সভাপতি ফরিদ খান। ছিলেন পায়েল মুখোপাধ্যায়, সানা সিং, রিতিশা গঙ্গোপাধ্যায়ের মত রূপালী পর্দার পরিচিত মুখ। এছাড়াও ছিলেন মিসেস ওম্যান অফ দ্য ইউনিভার্স ২০১৯-এর দ্বিতীয় রানারআপ অপ্সরা গুহঠাকুরতা।