সময় যখন থমকে দাঁড়ায়, রূপঙ্করের গানে
RBN Web Desk: পুজোর গানের সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার নস্ট্যালজিয়া। যদিও তখন থিম পুজোর কোনও হিড়িক ছিল না। ছিল না পুজো নিয়ে প্রতিযোগিতা। সাবেকী প্রতিমা, পাড়ার পুজো নিয়ে উন্মাদনা, পুজোর প্রেম, আর মণ্ডপ থেকে ভেসে আসা পুজোর গানের সুর, সে সবই আজ অতীত। বাড়তে থাকা করোনা সংক্রমণের ভয়ে আর নিউ নর্মালের ঠেলায় পুজো পরিক্রমা এখন পুরোটাই অন্তর্জালে আটকে।
এই পরিস্থিতিতে, পুজোর গানের সেই পুরনো আমেজ ধরে রাখতে, শিলাদিত্য এবং রাজের সুরে রূপঙ্কর বাগচি নিয়ে আসছেন তাঁর এ বছরের পুজোর নতুন গান ‘সময় থমকে দাঁড়ায়’। গানটি লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“দুর্গাপুজো আসলে বাঙালির আবেগ। বিজয়ার পর থেকেই আগামী বছরের জন্য মানুষ দিন গুনতে শুরু করে। পুজোর দিনগুলো নিয়ে কত পরিকল্পনা থাকে। তবে এই বছরটা একেবারেই অন্যরকম, এক অজানা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। নানা নিয়মের বেড়াজালে আটকে থাকা মানুষদের একটু আনন্দ দিতেই আমাদের এই প্রয়াস,” জানালেন শিলাদিত্য ও রাজ।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘সময় থমকে দাঁড়ায়’।