সিক্যুয়েলে নেই দীপিকা
RBN Web Desk: বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। একাধিক নতুন মাইলস্টোন তৈরি করেছে নাগ অশ্বীন (Nag Ashwin) পরিচালিত এই ছবি। কে নেই ‘কল্কি ২৮৯৮ এডি’তে! এক ছবিতে এত তারকার সমাহার সাধারণত দেখা যায় না। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রভাস (Prabhas) ও কমল হাসান (Kamal Hassan) ছাড়াও রয়েছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যয় (Saswata Chatterjee)।
তবে সূত্রের খবর, ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। তাঁকে নাকি ছেঁটে ফেলেছেন অশ্বীন।
শোনা যাচ্ছে প্রথমে দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। বর্তমানে দীপিকা অন্তঃসত্ত্বা। অশ্বীন অভিনেত্রীকে মাতৃত্বকালীন বিরতি দেওয়ার জন্য রাজিও ছিলেন। তবে তা বদলে দিয়েছে ছবির এহেন সাফল্য।
আরও পড়ুন: পিছিয়ে গেল তব্বু-অজয়ের ছবির মুক্তি
যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল প্রেক্ষাগৃহে আনতে চাইছেন নির্মাতারা। দীপিকাকে ছাড়াই এগোতে চাইছেন তাঁরা। তাঁদের মতে, দীপিকা না থাকলেও বক্স অফিস কাঁপাবে ‘কল্কি’র সিক্যুয়েল।
ইতিমধ্যেই সিক্যুয়েলটির ২৫-৩০ দিনের শুটিং হয়ে গিয়েছে। তবে দীপিকা বাদ যাওয়ার কারণে ঢেলে সাজাতে হচ্ছে প্রোডাকশন।