সবাইকে টেক্কা দিলেন দীপিকা?

RBN Web Desk: পারিশ্রমিকের দিক থেকে সবাইকে টেক্কা দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অন্তত মুম্বইয়ের অভিনেত্রীদের নিয়ে করা একটি সমীক্ষার দাবি তেমনই। চলতি বছরে পারিশ্রমিকের নিরিখে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও কঙ্গনা রনৌতকে (Kangana Ranaut) পেছনে ফেলে দিয়েছেন দীপিকা।

সমীক্ষায় ১০ জনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা। সূত্রের দাবি, তিনি ছবিপিছু ₹১৫-₹২৭ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যদিও বেশ কয়েকবছর প্রিয়াঙ্কার কোনও উল্লেখযোগ্য ছবি নেই, তবু ছবিপিছু ₹১৫-২৫ কোটির মধ্যে তাঁর পারিশ্রমিক ঘোরাফেরা করে। তালিকার একেবারে শীর্ষে রয়েছেন দীপিকা। সমীক্ষার দাবি, ছবিপিছু ₹১৫-₹৩০ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

আরও পড়ুন: রিঙ্গোর থ্রিলার সিরিজ়ে জয়ী, নীল, তৃণা, সৌরভ

ইন্ডাস্ট্রির একাংশের মত, দীপিকার নাম শীর্ষে থাকা আশ্চর্যের নয়। গতবছর ‘পাঠান’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ছবি হয়। ছবিতে নায়িকার চরিত্রে ছিলেন দীপিকা। ‘জওয়ান’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলন তিনি। এবছর অভিনেত্রীর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি আসতে চলেছে। ‘সিংহম এগেন’-এও থাকছেন দীপিকা।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *