প্রতিহিংসার কাহিনী নিয়ে আসছে ‘রিষ’, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: বাংলা ছবিতে ভূতের আনাগোনা বরাবরই বেশ কম। সেই সাদাকালো যুগ থেকেই যেগুলোকে ভূতের ছবি বলে উল্লেখ করা হয়, সেগুলো বেশিরভাগ সময়ই রহস্য গল্প হতো। ইদানিংকালে ভৌতিক গল্প নিয়ে ছবি হলেও সেরকম ভয় জাগানো, অদ্ভুত দর্শন ভূতের দেখা খুব একটা পাওয়া যায় না। আর প্রস্থেটিক মেক অপের ভূত তো বাংলা ছবিতে এতদিন ব্রাত্যই ছিল। সেই অভাবই ঘোচাতে আসছে প্রীতম মুখোপাধ্যায়ের ‘রিষ’। এই ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাশ, দর্শনা বণিক, চান্দ্রেয়ী ঘোষ, কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়, অমিতাভ চট্টোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, ঋত্বিক পুরকাইত, পলি চট্টোপাধ্যায়, জিৎ ভট্টাচার্য ও সুভাষ পচিশিয়া। গতকাল শহরের ছবির ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
ছবির কাহিনী আবির (সৌরভ) মন্দিরা (দর্শনা) ও তাদের একমাত্র মেয়ে ফিওনাকে (কিয়ানা) নিয়ে। ফিওনার ওপর কোনও এক অশুভ শক্তি ভর করে যা তাকে ও তার পরিবারকে শেষ করে দিতে চায়। এই অশুভ শক্তির বিরুদ্ধে আবিরের পরিবার কীভাবে রুখে দাঁড়ায়, তাই নিয়েই ‘রিষ’।
ছবি সম্পর্কে প্রীতম বললেন, “রিষ কথার অর্থ প্রতিহিংসা। এই প্রথম বাংলা ছবিতে এতটুকু একটা বাচ্চার ওপর প্রস্থেটিক মেকআপ করে তাকে ভূত সাজনো হয়েছে। এতটা সময় ধরে মেকআপ করা ও সেটা তুলে ফেলা, ওইটুকু মেয়ের ধৈর্য না থাকলে সম্ভব হতো না। ছবিটা একটা বাচ্চা ভূতের—রীতিমতো ভয় দেখানো ভূত—যেমন আমরা বিদেশি ছবিতে দেখে থাকি। এর সঙ্গে রয়েছে সুন্দর একটা গল্প যেখানে ভয়ের পাশাপাশি সামাজিক বার্তা, মজা ও ভালোবাসা আছে। যারা বলেন বাংলায় ভূতের ছবি হয় না, তারা প্রেক্ষাগৃহে এই ছবি দেখলে আশা করি হতাশ হবেন না।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবিতে সুরকারের দায়িত্বে আছেন সুপ্রিয় সোম। সুপ্রিয়র পরিচালনায় একটি গান গেয়েছেন সিদ্ধার্থ (সিধু) রায় ও অভিজিৎ (পটা) বর্মন। অন্য গানটি গেয়েছেন রূপম ইসলাম।
সিদ্ধার্থ রায়, সুপ্রিয় সোম, অভিজিৎ বর্মন
“আমি আর পটা এই নিয়ে বেশ কয়েকটা ছবির গান একসঙ্গে গেয়ে ফেললাম,” বললেন সিদ্ধার্থ। “সুপ্রিয় এই গানটা খুব সুন্দর বেঁধেছে। আমরা যেরকম গান গেয়ে থাকি, এটা সেই ঘরানারই গান। সুপ্রিয়র এটা প্রথম কাজ বলে সেই সততা আর আনকোরা ব্যাপারটা রয়েছে যেটা আমাদের ‘হলুদ পাখি’র মধ্যেও ছিল। ছবির প্রেক্ষিতে গানটা খুবই মানানসই।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির শীর্ষসঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছে সিদ্ধার্থ ও অভিজিতের গানটি।
অভিজিৎ জানালেন, “যেদিন গানটা রেকর্ড করতে যাই সেদিন স্টুডিওতে ঢুকে আমি চমকে উঠেছিলাম। স্টুডিওর দেওয়ালে মরা টিকটিকি, মাকড়শার জাল আরও সব ভয়ঙ্কর জিনিস ঝুলছে। পুরোপুরি ভৌতিক একটা আবহ। শুধুমাত্র গান রেকর্ডের জন্য এই ভৌতিক প্রেক্ষাপট তৈরির জন্য টিমওয়ার্ককে সত্যি কুর্নিশ জানাতে হয়।”
সিদ্ধার্থ ও অভিজিৎ দ্বৈতকণ্ঠে ‘রিষের বিষে সব নষ্ট হয়’ গানটি গাইলেনও।
“ক্যাকটাসের শুরুর সময়ে আমার জন্ম হয়নি” বললেন সুপ্রিয়, “তবে টিভিতে দেখে খুব ছোটবেলা থেকেই আমি সিধুদা আর পটাদার ভক্ত। তারা আজ আমার সুরে গান গাইছেন, এটা আমার কাছে স্বপ্নপূরণের চেয়েও আরও বেশি কিছু। ছবিতে গানের সুযোগ খুব বেশি নেই, তাই দুটোই গান থাকছে। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই সেই দুটো গান তৈরি করেছি।”
কাহিনী ও চিত্রনাট্যের সঙ্গে ছবির গান দুটিও লিখেছেন দেবারতি ভৌমিক। ছবির চিত্রগ্রহণে রয়েছেন আবির দত্ত, সম্পাদনায় অশোক দলুই।
‘অশুভ’ তারিখের প্রথাকে মাথায় রেখে শুক্রবার, ১৩ মে মুক্তি পেতে চলেছে ‘রিষ’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়