বাজল তোমার আলোর বেণু, কে কোন চরিত্রে
RBN Web Desk: পুজো আসতে দেরি এখনও প্রায় দু’মাস দেরি। কিন্তু টেলিভিশনের পর্দায় দেবী দূর্গার অকাল বোধন হতে চলেছে ২০ আগস্ট। রান্নাঘর-খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়ের সৃজনে ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক বাজল তোমার আলোর বেণু। বহু বছর পর আবার ছোট পর্দায় ফিরেছেন অগ্নিদেব। একসময় পর পর মেগাহিট ধারাবাহিক পরিচালনার সাথে জড়িয়ে ছিলেন এই প্রযোজক-পরিচালক।
বাজল তোমার আলোর বেণুর মুখ্য চরিত্র মিনুর ভূমিকায় অভিনয় করছে শ্যামৌপ্তি মুদলি। গড়িয়ার মেয়ে শ্যামৌপ্তি আগামী বছর মাধ্যমিক পরিক্ষা দেবে। অভিনয় শুরু ক্লাস সেভেন থেকে। একই সঙ্গে পড়াশোনা আর অভিনয় চালিয়ে যেতে কোনও অসুবিধা হয় না, সংবাদমাধ্যমকে বললেন অভিনেত্রী। এর আগে পটলকুমার গানওয়ালা ও রাশি ধারাবাহিকে অভিনয় করেছে শ্যামৌপ্তি। তবে মুখ্য চরিত্রে এই প্রথম।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
মিনুর বাবা, প্রতিমা শিল্পী কালীকৃষ্ণ পালের ভূমিকায় দেখা যাবে সঞ্জীব দাশগুপ্তকে। বর্তমানে মুম্বই নিবাসী এই অভিনেতা প্রায় এক দশক পর বাংলা টেলিভিশনে ফিরছেন। ইতিমধ্যে দুটি হিন্দী ছবিতে অভিনয় করেছেন সঞ্জীব। দুটি ছবিই মুক্তি পাবে ২০১৯-এ। তার অভিনীত শেষ বাংলা ধারাবাহিক একদিন প্রতিদিন, ও বিজয়িনী।
সত্যজিৎ ও রেলভূত
কালীকৃষ্ণের দাদার ভূমিকায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। এই ধারাবাহিক তারও অনেকদিন পর টেলিভিশনে ফেরা। কালীকৃষ্ণের ভাইপো ও ভাইঝির চরিত্রে দেখা যাবে যথাক্রমে ভাস্বর চট্টোপাধ্যায় ও নবমিতা চট্টোপাধ্যায়কে। ভাস্বর ও নবমিতা সম্পর্কে স্বামী-স্ত্রী। বহু হিট ধারাবাহিক প্রযোজনার সাথে যুক্ত নবমিতার এটাই প্রথম টেলিভিশনে অভিনয়। বাজল তোমার আলোর বেণু-তে ভাস্বরের স্ত্রী তিথির চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত।