বড় পর্দায় ফের নিখিলেশ-বিমলা-সন্দীপের গল্প, মুক্তি পেল টিজ়ার
RBN Web Desk: পরিচালক অপর্ণা সেনের হাত ধরে আবার বড় পর্দায় আসছে নিখিলেশ-বিমলা-সন্দীপের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাস অবলম্বনে নতুন ছবি পরিচালনা করছেন অপর্ণা। তবে এবার ছবির নাম ‘ঘরে বাইরে আজ’। ছবিতে বিমলার চরিত্রে অভিনয় করছেন তুহিনা দাস ও নিখিলেশের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। সন্দীপের চরিত্রটি করছেন যীশু সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজ়ার।
গত বছরই অপর্ণা জানিয়েছিলেন ‘ঘরে বাইরে’র কাহিনীকে সমকালীন প্রেক্ষাপটে রেখে ছবি করতে চান তিনি এবং সেই মত চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এরপর ছবির চরিত্রে কিছু পরিবর্তন আনা হয়। আগে ঠিক ছিল নিখিলেশের চরিত্রটি করবেন কৌশিক সেন। কিন্তু লুক টেস্টে তাকে তুহিনার সঙ্গে মানানসই না লাগায় তার বদলে অনির্বাণকে নিয়ে আসা হয়।
দ্রৌপদীর থাক পাঁচ, তুই বাপু একটা নিয়েই বাঁচ
উল্লেখ্য, সত্যজিৎ রায় ১৯৮৪ সালে ‘ঘরে বাইরে’ পরিচালনা করেন। সেই ছবিতে নিখিলেশের ভূমিকায় অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী ও সন্দীপের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সত্যজিৎ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শর্মিলা ঠাকুর জানান যে তিনি ও অপর্ণা দুজনেই বিমলার চরিত্রে অভিনয় করতে চেয়ে পরিচালকের কাছে আর্জি জানালেও শেষমেশ শিকে ছেঁড়ে স্বাতীলেখা সেনগুপ্তর কপালে।
যে মৃত্যু আজও রহস্য
‘ঘরে বাইরে আজ’-এ বিমলা বা বৃন্দা একটি দলিত পরিবারের মেয়ে যার সঙ্গে নিখিলেশের বিয়ে হয়। নিখিলেশ একটি স্বাধীন চিন্তাধারার অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। অন্যদিকে নিখিলেশের ছোটবেলার বন্ধু সন্দীপ বামপন্থী ছাত্রনেতা ও সক্রিয় রাজনৈতিক কর্মী। অপর্ণার ছবিতে নিখিলেশের চরিত্রে বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের ছায়া থাকবে বলে জানা গিয়েছে।
আগস্টে মুক্তি পাবে ‘ঘরে বাইরে আজ’।