পারিশ্রমিক বকেয়া, এবার কাজ বন্ধের হুমকি দিলেন শিল্পীরা
RBN Web Desk: দীর্ঘদিনের পারিশ্রমিক বকেয়া, আর তারই জেরে কাজ বন্ধ করার হুমকি দিলেন একাধিক বাংলা মেগা-ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। প্রযোজনা সংস্থা প্রতিশ্রুতি দিলেও, এখনও পর্যন্ত একটা টাকাও হাতে পাননি, এমনই অভিযোগ করলেন তাঁরা।
রাণা সরকারের প্রযোজনায় চারটি ধারাবাহিক—‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘খনার বচন’-এর শিল্পীরা কাজ বন্ধের হুমকি দিয়েছেন বলে জানা গেছে। যদিও এই চারটি ধারাবাহিকই এখন অন্য এক প্রযোজনা সংস্থার তত্বাবধানে নির্মিত হচ্ছে, কিন্তু শিল্পীদের অভিযোগ পূর্ববর্তী বকেয়া এখনও মেটাননি রাণা। প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল তাঁর।
দ্রৌপদীর থাক পাঁচ, তুই বাপু একটা নিয়েই বাঁচ
‘জয় বাবা লোকনাথ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌমিলী বিশ্বাস। সৌমিলীর দাবী, “ফেব্রুয়ারী থেকে আমাদের অনেকেরই পারিশ্রমিক বাকি। রাণাদা ইদানীং আর ফোনও ধরছেন না। পারিশ্রমিকের জন্য সরাসরি প্রযোজকের সঙ্গে কথা বলতে পারি না আমরা, শিল্পী সংগঠনের মাধ্যমে যেতে হয়। সংগঠনকে আমরা এই ব্যপারে জানিয়েছি কিন্তু বকেয়া টাকা কবে মেটানো হবে তা কিছুই জানি না। তবে নতুন প্রযোজনা সংস্থা দায়িত্ব নেওয়ার পর এখন সময়মত পারিশ্রমিক পাচ্ছি আমরা।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সংকট যে গভীর হচ্ছে, সেটা মেনে নিচ্ছেন শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি জানালেন, “এক একজন শিল্পীর ১০,০০০ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বাকি। এখানে তো কেউ বিনা পারিশ্রমিকে শ্রম দান করতে আসেন না। চ্যানেল কর্তৃপক্ষ ও রাণার সঙ্গে একাধিকবার বৈঠক করেছি আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। পরিস্থিতি খুবই দূর্ভাগ্যজনক।”
একই অভিযোগ প্রযোজক-পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধেও। তাঁর ‘ভূমিকন্যা’ ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়ে গেছে বেশ কয়েক মাস আগে। কিন্তু এখনও পারিশ্রমিক বকেয়া প্রায় সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীর। তবে অরিন্দমের দাবী, জুনিয়র কলাকুশলীদের বকেয়া টাকার চেকে তিনি ইতিমধ্যেই সই করে দিয়েছেন। মে মাসের প্রথম সপ্তাহেই টাকা পেয়ে যাবেন তাঁরা।