ছবিতে কাজ করছি না বলে কোনও আফশোস নেই, দাবী দেবযানীর
RBN Web Desk: ছবিতে কাজ করতে পারছেন না বলে কোনও আফশোস নেই, এমনটাই দাবী করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। বর্তমানে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে এক খল চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
সংবাদমাধ্যমকে দেবযানী জানালেন, ছবিতে কাজ করার প্রস্তাব তাঁর কাছে প্রায় আসে না বললেই চলে। তবে বাংলা ছবিতে চার/পাঁচজন পরিচালক ঘুরিয়ে ফিরিয়ে সেই একই শিল্পীদের সঙ্গে কাজ করেন। তাছাড়া ইদানীংকালে মনে দাগ কাটার মত একটাও বাংলা ছবি তৈরি হয়নি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, টেলিভিশনের কাজে যে আর্থিক স্বচ্ছ্বলতা পাওয়া যায় তা সিনেমা বা থিয়েটারে কোনওদিনই সম্ভব নয়, বললেন তিনি।
‘দুঃখিত, আমি কাউকে তেল দিতে পারব না’
তবে খল চরিত্রে অভিনয় করতেই বেশি পছন্দ করেন তিনি, জানালেন দেবযানী। খল চরিত্রে অভিনয় করে দেখানোর অনেক বেশি সুযোগ থাকে। বেশিরভাগ ধারাবাহিকেই নায়ক-নায়িকার চরিত্র ভীষণ একমুখী হয়। তাই অভিনেত্রী হিসেবে খর চরিত্রে কাজ করাটাই অনেক বেশি উপভোগ করেন তিনি, জানালেন ‘গানের ওপারে’র ছোট পিসীমা।