সেঞ্চুরিতে পা ‘কাঞ্চি’র
RBN Web Desk: ছোট্ট-ছোট্ট পায়ে ১০০ পর্বে পা দিল ধারাবাহিক ‘কাঞ্চি’। আর সেই আনন্দ অন্যভাবে উদযাপন করল ধারাবাহিকের টিম। বাংলায় দুর্গাপুজোর পরেই সবথেকে আনন্দের উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর মানেই শীতের সন্ধ্যায় স্যান্টা টুপি আর গায়ে জ্যাকেট চাপিয়ে পার্ক স্ট্রিট ঘোরা আর কেক খাওয়া। তবে এবার যীশুর জন্মদিনকে একটু অন্যভাবে পালন করল টিম ‘কাঞ্চি’। জয়জিত দাস মেমোরিয়াল স্কুলের সুবিধাবঞ্চিত ১৫ জন ছেলেমেয়ের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিল টিম ‘কাঞ্চি’। পাশাপাশি কেক কেটে উদযাপিত হলো ধারাবাহিকটির শতপর্ব। এর সঙ্গে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় উপহারসামগ্রী এবং ক্রিসমাস টুপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের পরিচালক মনীষ ঘোষ সহ কথাকলি চক্রবর্তী, ওমি মুখোপাধ্যায়, তুলিকা বসু, ভরত কল, ভাস্বর চট্টোপাধ্যায়রা ।
পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের খেলা দেখিয়ে মনোরঞ্জন করাই কাঞ্চির পেশা। ওদিকে পাহাড়ি পথে দুর্ঘটনার কবলে পড়ে আকাশ ও পুনমের অ্যাক্সিডেন্ট হয়। সেই সময় কাঞ্চির সঙ্গে যোগাযোগ হওয়ায় মেয়ে ইশ্বরীকে তার কাছে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পুনম। খোঁজ পাওয়া যায় না আকাশের। দু’ বছরের এই শিশুকে নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ায় কাঞ্চি। ঈশ্বরীকে নিয়ে চলে আসে আকাশের কলকাতার বাড়িতে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘কাঞ্চি’র নামভূমিকায় অভিনয় করছেন কথাকলি চক্রবর্তী। আকাশের ভূমিকায় রয়েছেন ওমি মুখোপাধ্যায়।
সপ্তাহে প্রতিদিন রাত ৮টায় আকাশ আটের পর্দায় সম্প্রচারিত হয় ‘কাঞ্চি’।