উদ্যোগী সৌমিত্র, নতুন দায়িত্বে শান্তিলাল
RBN Web Desk: আর্টিস্টস ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সেই দায়িত্ব এখন পালন করবেন সংগঠনের যুগ্মসম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন অরিন্দম। জুন মাসে তাঁর অপারেশনও হয়। এর পরই চিকিৎসক তাঁকে সমস্ত শারীরিক এবং মানসিক চাপ এড়িয়ে চলার নির্দেশ দেন। সেই কারণেই ইস্তফা দিলেন অরিন্দম।
ফোরামের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায় অরিন্দমের যাবতীয় দায়িত্ব শান্তিলালের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। সংগঠনে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তিলাল এই দায়িত্ব পালন করবেন। শান্তিলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সৌমিত্র প্রথমে অরিন্দমকে মাসখানেক ছুটি নেওয়ার পরামর্শ দেন। সেটা সম্ভব না হওয়ার কারণে অরিন্দম নিজেই ইস্তফা দেন।
আরও পড়ুন: আশার আলো জাগাতে অমিত কুমারের নতুন গান
তবে ফোরামের কার্যকরী সমিতিতে কোনও বদল হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, জুন মাল্য, শংকর চক্রবর্তীরা তাঁদের নিজেদের পদেই বহাল রয়েছেন। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও পরামর্শদাতা হিসেবে কাজ করবেন অরিন্দম। শান্তিলালের নাম সৌমিত্রই সুপারিশ করেন বলে জানিয়েছেন শংকর।
ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী আগামী দু’বছর সম্পাদকের দায়িত্বে থাকবেন শান্তিলাল।
ছবি: গার্গী মজুমদার ও সবুজ দাস