ফাঁকা ক্রেডেলের সামনে কোয়েল, রহস্য উন্মোচন চৈত্রে
RBN Web Desk: একটা ফাঁকা ক্রেডেলের সামনে বসে আছেন কোয়েল মল্লিক। হাতে একটা লাল জ্যাকেট। চোখ মুখ দেখেই মনের ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। কোয়েলের এভাবে বসে থাকার কারণ কি? কোনও কিছুর আশঙ্কা করছেন কি তিনি?
উত্তর পাওয়া গেল পরিচালক সৌকর্য ঘোষালের কাছে। তাঁর আগের ছবি ‘রেনবো জেলি’ ছিল ছোটদের জন্য ফ্যান্টাসি দুনিয়ার গল্প। তবে আরও একবার থ্রিলার ঘরানায় পা রাখতে চলেছেন সৌকর্য। ছবির নাম ‘রক্তরহস্য’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কোয়েল। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও বাসবদত্তা চট্টোপাধ্যায়।
স্বর্ণজা নামের একটি মেয়েকে নিয়ে আবর্তিত হয়েছে ‘রক্তরহস্য’র কাহিনী। খুবই আবেগপ্রবণ, ঘরোয়া ও দয়ালু স্বভাবের মেয়ে স্বর্ণজা। সে পেশায় একজন রেডিও জকি। একদিন একটি অচেনা ফোন থেকে তার কিছু গোপন অতীতের কথা উঠে আসে, যার রহস্য অনুসন্ধান করতে উদ্যোগী হয় স্বর্ণজা।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
সৌকর্য এই ছবিটিকে ইমোশনাল থ্রিলার বলে বর্ণনা করলেন। “আমার প্রথম ছবি ‘পেন্ডুলাম’ করেছিলাম রাধিকা আপ্টেকে নিয়ে। সেটাও একটা থ্রিলার ছিল। তারপর ‘রেনবো জেলি’ ছিল ছোটদের জন্য। আমার নানারকম ঘরানায় কাজ করতে ভালো লাগে। তাই এবার একটা অন্যধরণের থ্রিলার বানালাম” রেডিওবাংলানেট-কে জানালেন তিনি।
ছবিতে স্বর্ণজার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। “আসলে এই চরিত্রে অন্য কাউকে নেওয়া সম্ভব ছিল না। গল্পটা কোয়েলকে ভেবেই লেখা,” দাবী সৌকর্যর।
১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘রক্তরহস্য’।