ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেব
RBN Web Desk: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। বাংলা ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি এমনই ঘোষণা করলেন দেব। উত্তমকুমার থেকে শুরু করে শ্যামল ঘোষাল, আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে এই চরিত্রে দেখা গেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন দেব।
শরদিন্দুর ‘দুর্গরহস্য’ গল্পটি নিয়ে ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অন্যান্য তরিত্রে কারা থাকবেন তা এখনও জানা যায়নি। ছবিটি কে পরিচালনা করবেন, তাও খোলসা করেননি দেব।
আরও পড়ুন: বাংলা ধারাবাহিকে আর কাজ করবেন না লাবণী
অরুণ রায়ের পরিচালনায় ‘বাঘা যতীন’ ছবির নামভূমিকায় অভিনয় করছেন দেব। ছবির কাজ সম্প্রতি শুরু হয়েছে। তাঁর অভিনীত ‘প্রজাপতি’ও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এবার বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্রে দেখা যাবে তাঁকে।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী