পারিবারিক ছবিতেই জোর দেবের
RBN Web Desk: পারিবারিক ছবিতেই জোর দিতে চান দেব। একসময়ে অ্যাকশনধর্মী ও পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করলেও, গত কয়েক বছর ‘সাঁঝবাতি’ ও ‘টনিক’-এর মতো ছবিতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ যার প্রথম সপ্তাহের বক্স অফিস ফলাফল বেশ ভালো।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের একাংশ তাঁকে অ্যাকশনধর্মী ছবিতে ফিরতে অনুরোধ করেছেন। দেব অভিনীত ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘রংবাজ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’র মতো ছবি বিপুল জনপ্রিয় হয়েছিল, মনে করে দিয়েছে তাঁর ভক্তকুল। তবে দেব জানিয়েছেন, দু’-একটি ছাড়া বাকি সব অ্যাকশনধর্মী ছবি ইদানিংকালে একেবারেই চলছে না। দর্শকের পছন্দ বদলে গেছে বলে মনে করেন তিনি। তাই পারিবারিক ছবি বা সম্পর্কের গল্পেই তিনি বেশি আগ্রহী বলে জানিয়েছেন।
অরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তবে ২০২৩ সালে তাঁকে ভিন্নরূপে দেখা যাবে বলে ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা। শীঘ্রই শুরু হবে ‘রঘু ডাকাত’ ও ‘বাঘা যতীন’ ছবি দুটির শ্যুটিং।
অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’তে প্রথমবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন দেব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য ও খরাজ মুখোপাধ্যায়।
ছবি: গার্গী মজুমদার