সিধুজ্যাঠা থেকে এবার ফেলুর মক্কেল বরুণ চন্দ
RBN Web Desk: সিধুজ্যাঠা থেকে এবার ফেলুর মক্কেলের চরিত্রে দেখা যাবে বরুণ চন্দকে। এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদা’ সিরিজ়ে ‘শেয়াল দেবতা রহস্য’-তে সিধুজ্যাঠার ভূমিকায় ছিলেন বরুণ। যদিও তাঁকে পর্দায় দেখা যায়নি, কেবল কণ্ঠস্বর শোনা গিয়েছিল।
সত্যজিৎ রায়ের লেখা, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন ‘দার্জিলিং জমজমাট’-এ রয়েছেন বরুণ। ফেলুর মক্কেল বিরূপাক্ষ মজুমদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও সে অর্থে বিরূপাক্ষ ফেলুর মক্কেল নন। বিরূপাক্ষের হত্যারহস্যে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে ফেলুদা, তোপসে ও জটায়ু। এই তিন চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী। এই সিরিজ়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘দার্জিলিং জমজমাট’-এ জটায়ুর লেখা ‘নরকের নাম কারাকোরাম’ গল্প থেকে ছবির শুটিং দেখতে ও ছুটি কাটাতে দার্জিলিংয়ে উপস্থিত হয় ফেলু, তোপসে ও জটায়ু। সেখানে তাদের বিরূপাক্ষের সঙ্গে আলাপ হয়।
এর আগে সৃজিতের ‘চতুষ্কোণ’-এ অভিনয় করেছেন বরুণ।
টোটা-কল্পন-অনির্বাণকে নিয়ে সৃজিতের ফেলুদা সিরিজ়ের প্রথম ছবি ‘ছিন্নমস্তার অভিশাপ’ প্রবল জনপ্রিয়তা লাভ করে।
এদিকে ডিসেম্বরে বড়পর্দায় ‘হত্যাপুরী’ আনতে চলেছেন সন্দীপ রায়।