অরিন্দম শীলের ছবিতে পরমব্রত
RBN Web Desk: অরিন্দম শীলের ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির মূল দুই চরিত্রে থাকছেন অরুণিমা ঘোষ ও তৃণা সাহা। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পৌলমী দাস ও অর্ণ মুখোপাধ্যায়।
পীযূষ ঝায়ের ‘গার্লস অফ মুম্বইস্তান’ গল্প সংকলনের অন্তর্গত ‘দ্য সিম্পল গার্ল’ অবলম্বনে ‘ইস্কাবনের বিবি’ নামক ছবিতে হাত দিয়েছেন অরিন্দম। এই মুহূর্তে একাধিক ছবি নিয়ে ব্যস্ত তিনি। ‘খেলা যখন’ ও ‘তীরন্দাজ শবর’-এর কাজ চলছে। এছাড়া শরদিন্দু বন্দোপাধ্যায়ের অসম্পূর্ণ কাহিনী ‘বিশুপাল বধ’ অবলম্বনে ‘ব্যোমকেশ’ ছবির কাজ শুরু করেছেন অরিন্দম। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়াকুমারী’।
আরও পড়ুন: কানে সত্যজিতের দশ
পরমব্রত ছাড়াও ‘ইস্কাবনের বিবি’তে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি।
আজ থেকে শুরু হলো ‘ইস্কাবনের বিবি’র শুটিং। ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
ছবি: গার্গী মজুমদার