ভালোবাসা যখন কাঠগড়ায়
RBN Web Desk: ভালোবাসার সঙ্গে ধর্মের কোন যোগাযোগ নেই। তবু অনেক ক্ষেত্রে আজও সামাজিক নিদানে প্রেমেরই হার হয়। কবি যতই হিন্দু ও মুসলমানকে একই বৃন্তে দুটি কুসুম বলুন না কেন, এই দুই ধর্মের মানুষের মধ্যে হওয়া ভালোবাসাকে সমাজের একটা অংশ আজও খোলা মনে মেনে নিতে পারে না। এরকমই একটি কাহিনীকে এবার ছবির পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক নেহাল দত্ত। তার পরিচালিত এই ছবির নাম ‘জান্নাত’।
ছবির গল্প কী নিয়ে?
আইনের স্নাতক হয়ে সুদর্শন কলকাতা থেকে ফিরে আসে তার উত্তরবঙ্গের গ্রামে। সেখানেই রয়েছে তার প্রেমিকা জান্নাত। এমনিতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকলেও সুদর্শন ও জান্নাতের এই সম্পর্ককে ভালো চোখে দেখে না গ্রামের মানুষ। জান্নাতের বাবা কোরবান আলী সুদর্শনেরই এক বন্ধু ফরহাদের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করে। কিন্তু বন্ধুর ভালোবাসার কথা জানতে পেরে ফরহাদ দুই পক্ষের অভিভাবক এবং সমাজের বিপক্ষে গিয়ে নিজের চা বাগানে সুদর্শন ও জান্নাতকে আশ্রয় দেয়। তবে সেখানেও বেশিদিন ঠাঁই জোটে না ওদের। চলে আসতে হয় কলকাতায় আর সেখানেই ঘটে অঘটন। পুলিশের ষড়যন্ত্রে জান্নাত ধর্ষিতা হয় এবং আত্মহত্যা করে। রক্ষকই যেখানে ভক্ষক সেখানে আইন ভুলে ধর্ষক পুলিশদের নিজে হাতে খুন করে সুদর্শন। আদালতে মামলা দায়ের হয় এবং বিচারের মুখে পড়ে সুদর্শন।
গোটা গল্পটাই আদালতে বিচারসভার মধ্যে দিয়ে তুলে ধরবেন বলে জানালেন নেহাল। আদালতে সুদর্শনের বয়ানে উঠে আসবে একের পর এক ঘটনা। সুদর্শনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে দুটি মানুষ ভালোবেসে একসঙ্গে থাকার মাঝখানে তাদের ধর্ম কিভাবে বাধা হয়ে দাঁড়ায় সেই প্রশ্নই তুলে ধরছেন পরিচালক।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
‘জান্নাত’-এর কাহিনীকার হাসান মন্ডল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভম, শর্মিষ্ঠা আচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, বরুণ চক্রবর্তী, প্রেমজিৎ মুখোপাধ্যায় ও সুজাতা মন্ডল।
শীঘ্রই দর্শকের সামনে উপস্থিত হবে ‘জান্নাত’।