হস্টেজ ক্রাইসিস নিয়ে পুজোয় ‘টেক্কা’
কলকাতা: “‘টেক্কা’কে হস্টেজ থ্রিলার বলা যায়। যেমন ‘ভিঞ্চিদা’ ছিল সোশ্যাল থ্রিলার। ‘দশম অবতার’, ‘বাইশে শ্রাবণ’, ‘দ্বিতীয় পুরুষ’ ছিল সিরিয়াল কিলিং থ্রিলার। ‘চতুষ্কোণ’ ছিল রিভেঞ্জ থ্রিলার। হস্টেজ থ্রিলার এই প্রথমবার করলাম আমি,” বললেন সৃজিত মুখোপাধ্যায়। আজ মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘টেক্কা’র (Tekka) টিজ়ার। ছবিতে অভিনয় করেছেন দেব (Dev), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সৃজা দত্ত (Sreeja Dutta), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Mukherjee) ও অনির্বাণ ভট্টাচার্য।
ভাস্কর চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন সৃজিত। “ভাস্করের সঙ্গে একসঙ্গে বসে চিত্রনাট্য করেছি আমি। একটা অন্যরকম মেজাজের গল্প। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি,” রেডিওবাংলানেট-কে বললেন সৃজিত।
তবে এই মুহূর্তে এক ডাক্তারের মৃত্যু নিয়ে উত্তাল শহরে নতুন ছবি কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে চিন্তিত নন সৃজিত। জানালেন, “‘পদাতিক’ মুক্তির সময়েও ছবির লাভ-ক্ষতি নিয়ে ভেবে দেখিনি। এই সময়ের মধ্যেই ছবিটা এসেছে। প্রযোজক টাকা লগ্নি করে দিলে ছবি মুক্তি না দিয়ে উপায় থাকে না। এক্ষেত্রেও আমাদের ছবি হিট হবে কিনা, প্রেক্ষাগৃহ ভরবে কিনা, সেগুলো নিয়ে ভাবছি না। কারণ বাইরে যা হচ্ছে তা বৃহত্তর স্বার্থে খুব জরুরি। তার থেকে একটা ছবির হিট হওয়া কখনওই বেশি জরুরি হতে পারে না।”
আরও পড়ুন: ১৪ বছর পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয় কুমার
ছবিতে ইখলাখের চরিত্রে রয়েছেন দেব, যে অপহরণ করে ইরার ছোট্ট মেয়েকে। ইরার চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এই অপরাধের তদন্ত করবেন পুলিশ আধিকারিক (এসিপি) মায়া, সেই চরিত্রে রয়েছেন রুক্মিণী।
স্বস্তিকা জানালেন, “আমি বোধহয় পৃথিবীর সবরকম মায়ের চরিত্রে অভিনয় করে ফেলেছি, বা করতে চলেছি। এখানেও আমি একজন মা। কর্পোরেট চাকরি করা ইরা যখন জানতে পারে মেয়েকে অপহরণ করা হয়েছে তখন তার মনের ভেতরের যে অবস্থা, তার আতঙ্ক, টেনশন এই সব নিয়েই চরিত্রটা। আসলে ছবিটা এই তিন প্রধান চরিত্রের প্রত্যেকের জীবনের জার্নিকে তুলে ধরে।”
আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
রুক্মিণী বললেন, “আমি এই ছবিটা করব ভাবিইনি। প্রথমেই না করে দিয়েছিলাম। আসলে দেবের সঙ্গে এতগুলো ছবি হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম এরপর আবার একসঙ্গে কী করতে পারি আমরা! কিন্তু চিত্রনাট্য শোনার পর চুপ করে যাই। নিজের সন্দেহ ছিল আদৌ পারব কিনা। এইটুকু বলতে পারি সৃজিত মুখোপাধ্যায় আমার কাছে একজন পরিচালক নন, বরং একটা অভিজ্ঞতা।”
ছবির দুটি বিশেষত্ব রয়েছে বলে জানালেন সৃজিত। প্রথমটি সিঙ্ক সাউন্ড, যা খুব কম ছবিতে ব্যবহার করা হয়ে থাকে। আর দ্বিতীয়, ছবির কাহিনি মাত্র ৪৮ ঘণ্টার। এর মধ্যেই ঘটে যায় একটি শিশুর অপহরণ ও তাকে ঘিরে অন্যান্য ঘটনা।
“অনেকদিন ধরে সৃজিতদার সঙ্গে কথা হচ্ছিল একসঙ্গে কাজ করব,” বললেন দেব। “কিন্তু কবে করব সেটা নিজেরাও জানতাম না। আমার কেরিয়ারে ৪৫টা মতো ছবি হয়ে গেছে। কিন্তু ইখলাখের মতো সাহসী চরিত্র আমি আগে পাইনি। শঙ্করের কথা মাথায় রেখেই এটা বলছি। এই চরিত্রটা একেবারে আলাদা আর খুব সাহসী একজন মানুষের। বলা যেতে পারে এই ছবিতে আমরা একে অন্যকে টেক্কা দিয়েছি।”
ছবিতে সুরারোপ করেছেন রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)। তাঁর সুরে ছবিতে গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy)। এছাড়াও ছবির আবহ করেছেন দীপ্তার্ক বসু (Diptarka Bose)।
৮ অক্টোবর মুক্তি পাবে ‘টেক্কা’।