অজয়, অক্ষয়দের সঙ্গে এবার সলমনও?

RBN Web Desk: ইন্সপেক্টর বাজিরাও সিংহমের সঙ্গে এবার হাত মেলাতে চলেছেন ইন্সপেক্টর চুলবুল পান্ডে। এমনটাই শোনা যাচ্ছে মুম্বই ইন্ডাস্ট্রির অন্দরমহলে। বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রোহিত শেট্টির (Rohit Shetty) ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবি ‘সিংহম এগেইন’ (Singham Again)। ছবির তারকা তালিকাকে মোটামুটি চাঁদের হাট বলা চলে। ছবির মূল অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) ছাড়াও থাকবেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অক্ষয় কুমার (Akshay Kumar), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), টাইগার শ্রফ (Tiger Shroff), রণবীর সিং (Ranveer Singh), অর্জুন কপূর (Arjun Kapoor) ও জ্যাকি শ্রফ (Jackie Shroff)। আবার এর মধ্যেই শোনা যাচ্ছে সলমন খানকেও (Salman Khan) ছবিতে দেখা যেতে পারে ক্যামিও চরিত্রে। 

২০১১ সালে মুক্তি পায় এই সিরিজ়ের প্রথম ছবি ‘সিংহম’ (Singham)। এটি একই নামের দক্ষিণী ছবির রিমেক ছিল। প্রবল জনপ্রিয়তা লাভের পর এই কপ ইউনিভার্স সিরিজ়ের আওতায় আরও ছবিকে নিয়ে আসেন রোহিত। ২০১৪ সালে মুক্তি পায় ‘সিংহম রিটার্নস’ (Singham Returns)। এখানেও অজয়ের আগের গল্পই এগিয়ে চলে। এরপর ২০১৮ সালে রণবীকে মুখ্য চরিত্রে রেখে মুক্তি পায় ‘সিম্বা’ (Simmba)। অজয় ছিলেন ক্যামিও চরিত্রে। একই সিরিজ়ের পরবর্তী ছবি ‘সূর্যবংশী’তে (Sooryavanshi) দেখা যায় অক্ষয়কে। এখানে অক্ষয় ও রণবীর মিলে ভেস্তে দেন মুম্বই শহরের ওপর পরিকল্পিত নাশকতার ছক।

আরও পড়ুন: রাজনীতিবিদের চরিত্রে পাওলি দাম

সিরিজ়ের পঞ্চম ছবিতে আবারও অজয় থাকছেন মুখ্য ভূমিকায়। তবে সঙ্গে থাকছেন অন্য ‘সিংহম’ তারকারাও।  ফলে অন্যতম জনপ্রিয় কপ ইউনিভার্সের বেশ বড়সড় উদযাপন হতে চলেছে এই ছবিতে। এর সঙ্গে দেখা যেতে পারে সলমনকেও, অন্য এক ছবির ইউনিভার্সের প্রতিনিধিত্ব করবেন তিনি। 

‘দবাং’ (Dabangg) সিরিজ়ের ছবিগুলিতে বরাবরই মুখ্য ভূমিকায় থেকেছেন সলমন, ওরফে চুলবুল পান্ডে। এটিও একটি কপ ইউনিভার্স যেখানে দেশের পুলিশই প্রশাসনের শেষ কথা। সেই ছবির চরিত্র হয়েই দেখা দেবেন সলমন, এমনটাই শোনা যাচ্ছে। যদি সত্যিই তেমনটা হয় তবে দুই রুপোলি দুনিয়ার দুই সেরা পুলিশ ইন্সপেক্টরের মুখোমুখি হবার দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকবেন ভারতীয় দর্শক। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *