মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই: সৃজিত
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পুজোর ছবি মানেই থ্রিলার গোত্রের, টানটান উত্তেজনার। গত কয়েক বছরে এমনটাই যেন নিয়ম হয়ে গিয়েছে। তবে এবারের ছবি তাঁর অন্য ছবিগুলির থেকে অনেকটা আলাদা। হস্টেজ থ্রিলার ‘টেক্কা’য় (Tekka) থাকছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র। বিষয় ভাবনার সঙ্গে সৃজিতের এবারের ছবির অভিনেতার তালিকাও তাঁর অন্যান্য ছবি থেকে অনেকটাই আলাদা।
“হ্যাঁ বিষয়ের দিক থেকে বলা চলে,” রেডিওবাংলানেট-কে বললেন সৃজিত। “হস্টেজ থ্রিলার আমি প্রথমবার করলাম। তবে আমি ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতার সঙ্গেই কাজ করেছি একমাত্র মিঠুন চক্রবর্তী ছাড়া। সেটাও মিঠুনদার শারীরিক অবস্থা বা ডেট সমস্যার কারণেই। উনি সুস্থ হলে একসঙ্গে কাজ করার কথাও রয়েছে। এছাড়া আমি সকলের সঙ্গেই কাজ করেছি। কোনও বিশেষ অভিনেতাদের নিয়েই কাজ করব এরকম কোনও সেটিং নেই আমার।”
তাঁর ছবিতে গান বরাবরই গুরুত্ব পেয়ে এসেছে। এই ছবিতে দুটি গান থাকবে বলে জানালেন সৃজিত। “থ্রিলার ছবি বলেই গানের সুযোগ খুব বেশি নেই। যদিও ‘দশম অবতার’ ছবিতে অনেকগুলো গান ছিল। কিন্তু ওই গল্পটার ব্যাপ্তিও অনেক বেশি ছিল। ‘টেক্কা’ সেখানে ৪৮ ঘণ্টা সময়কালের ছবি। তার মধ্যে গান থাকলে ছবির গতি কমে যাবে। সেইজন্যেই এই ছবিতে মাত্র দুটো গান থাকছে,” জানালেন সৃজিত।
আরও পড়ুন: আবারও মহাদেবের চরিত্রে অক্ষয় কুমার
ছবি ছাড়াও সম্প্রতি ডিজিটাল মাধ্যমে সৃজিতের হিন্দি সিরিজ় ‘শেখর হোম’ সাড়া ফেলেছিল। দর্শকের প্রশংসা পেয়েছে সিরিজ়টি। বাংলায় এই সিরিজ় আসার সম্ভাবনা আছে কি?
“বাংলায় হোমস নিয়ে কাজ হচ্ছে তো। সকলে মিলে এক জিনিস নিয়ে কাজ করার দরকার কী? তবে হিন্দি সিরিজ়টার দ্বিতীয় সিজ়ন নিয়ে কথাবার্তা চলছে। এমনিও বাংলায় অনেক গোয়েন্দা। আবার নতুন কিছু শুরু করার দরকার নেই,” বললেন সৃজিত।
তাঁর নিজস্ব সিরিজ় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র পরবর্তী সিজ়ন সম্পর্কে সৃজিত জানালেন, “বোধহয় পুজোয় আসবে, সেরকমই কথা আছে। দেখা যাক।”
ছবি: প্রতিবেদক