শুটিং বন্ধ টালিগঞ্জে
RBN Web Desk: আজ দুপুরে হঠাৎই শহরে লকডাউন ঘোষণার ফলে বন্ধ হয়ে গেল টালিগঞ্জের সমস্ত শুটিং। কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ বাড়ায় আংশিক লকডাউনের কারণে স্বাভাবিকভাবেই সিনেমার শুটিং ও সেই সংক্রান্ত সমস্তরকম অনুষ্ঠান অনেকাংশে বন্ধ হয়ে গিয়েছিল। তবে কিছু ছবির ও টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলছিল। যেহেতু ধারাবাহিকগুলি সপ্তাহে সাতদিনই সম্প্রচারিত হয় এবং এর সঙ্গে টালিগঞ্জের বহু শিল্পী ও টেকনিশিয়নের রুজিরোজগার জড়িয়ে রয়েছে তাই আংশিক লকডাউনে চলাকালীনও ধারাবাহিকের শুটিং চালু রাখা হয়।
তবে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি সংকটজনক হওয়ায় আজ রাজ্য সরকারের তরফে জরুরি পরিষেবা ব্যতীত সমস্তরকম কাজকর্ম বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। এই অবস্থায় বিনোদনমূলক সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সিনে টেকনিশিয়ন ফেডারেশন। সভাপতি স্বরূপ বিশ্বাস। আজ থেকে ১৫ দিন টালিগঞ্জে কর্মবিরতি ঘোষণা করেছেন তিনি। অর্থাৎ আগামী দু’সপ্তাহ টালিগঞ্জে কোনও ছবি বা ধারাবাহিকের শুটিং হবে না। সরকারের ঘোষিত নির্দেশিকায় শুটিং সংক্রান্ত কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি না থাকায় আজ প্রযোজকদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ের পর ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।
আরও পড়ুন: সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল, বিস্ফোরক অমিত কুমার
তবে আচমকা এই শুটিং বন্ধের সিদ্ধান্তে শিল্পী ও টেকনিশিয়নরা সমস্যায় পড়বেন এ কথাও মেনে নিয়েছে ফেডারেশন। এই মুহূর্তে কোনও সমাধানসূত্র না মিললেও দুঃস্থ শিল্পী ও টেকনিশিয়নদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ফেডারেশন সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।