চেনা উন্মাদনা কম, তবু শাহরুখই ভরসা
RBN Web Desk: সকাল ৬.৪৫-এ দিনের প্রথম শো ছিল দক্ষিণ কলকাতার দুটি মাল্টিপ্লেক্সে। দুটি শো-ই হাউজ়ফুল গেছে বলে জানা গেল। আজ মুক্তি পেল রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাঙ্কি’। এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ভিকি কৌশল, তাপসী পন্নু ও বোমন ইরানী।
‘পাঠান’ মুক্তির সময় শাহরুখের বিরাট কাটআউট, ঢাক-ঢোল, ফুলমালা নিয়ে ছবি দেখতে এসেছিলেন তাঁর অনুরাগীরা। এর জেরে শহরের একটি অন্যতম ব্যস্ত রাস্তায় যানজট সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ‘জওয়ান’ মুক্তির সময়ও প্রায় একইরকম চিত্র চোখে পড়ে।
আরও পড়ুন: “একেনের সঙ্গে জটিলেশ্বরের ব্যক্তিত্বের সংঘর্ষ হবেই”
এবার সেই চেনা উন্মাদনা কম থাকলেও শাহরুখেই ভরসা রাখছেন হলমালিকরা। সূত্রের খবর, ‘ডাঙ্কি’ও রেকর্ড ব্যবসা করবে বলে মনে করছেন তাঁরা। শীতকালে এত সকালের শো হাউজ়ফুল হওয়া সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির প্রথমদিনের প্রথম শো রাখা হয়েছিল ভোর পাঁচটায় নিউ টাউনের এক মাল্টিপ্লেক্সে। এবার শীতকাল বলেই এত ভোরে শো রাখা হয়নি, জানিয়েছেন পূর্ব ভারতে ছবিটির বিপণনের দায়িত্বে থাকা সংস্থার এক আধিকারিক।