উঠেছে নিষেধাজ্ঞা, ভারতে ফেরদৌস
RBN Web Desk: উঠেছে নিষেধাজ্ঞা, ভারতে এলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে, রায়গঞ্জ কেন্দ্রে এক প্রার্থীর প্রচারে অংশগ্রহণ করেছিলেন ফেরদৌস। বিদেশী নাগরিক হয়ে ভারতে নির্বাচনী প্রচারে তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে সোচ্চার হয় বিভিন্ন রাজনৈতিক দল।
সেই সময় বিজ়নেস ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ফেরদৌস। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাঁর ভিসা বাতিল করা হয় এবং তাঁকে তৎক্ষণাৎ দেশে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়। শুধু তাই নয়, ফেরদৌসের ভারতে প্রবেশের ওপর সাময়িক নিযেধাজ্ঞাও আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশী অভিনেতা লিখিতভাবে ভুল স্বীকার করলেও সে নিষেধাজ্ঞা ওঠেনি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পারেননি ফেরদৌস। ছবিটির কাজ হয়েছে মুম্বইয়ে।
শেষমেশ ২০২১-এর নভেম্বরে নিষেধাজ্ঞা তুলে নেয় দিল্লি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজই আগরতলায় একটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে এসেছেন ফেরদৌস। তবে তিনি কলকাতা আসবেন কিনা তা এখনও জানা যায়নি।