শেষের পথে জামাই রাজা
RBN Web Desk: শেষ হতে চলেছে জামাই রাজা। আর কয়েকটি পর্বের শ্যুটিং বাকি। তারপরেই সম্প্রচার বন্ধ হবে অর্জুন চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য, চৈতী ঘোষাল অভিনীত এই ধারাবাহিকটির।
সূত্রের খবর, একসময় যথেষ্ট জনপ্রিয় ছিল এই ধারাবাহিক। কিন্তু গত বেশ কয়েক মাস ধরে জামাই রাজার টি আর পি ক্রমশই নিম্নগামী। গল্পে পরিবর্তন এনেও কোনও লাভ হয়নি। তাই চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি জামাই রাজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ছে, দাবী সূত্রের।
যে মৃত্যু আজও রহস্য
ভালো টি আর পি ঘরে তোলার আশায় কয়েক মাস আগে মেগা-ধারাবাহিকের চেনা ছক ভেঙে সীমিত পর্বের গল্প দেখনো শুরু হয় এই ধারাবাহিকে। ইশান (অর্জুন) ও তার শাশুড়ির (চৈতী) সাংসারিক লড়াই থেকে বেরিয়ে এসে অনেকটাই গোয়েন্দা গল্পের আকার নেয় এই ধারাবাহিক। ইশানকে দেখা যায় অপরাধ দমনের কাজে ব্যস্ত। এছাড়াও মানালী দে, দেবলিনা দত্ত-এর মত জনপ্রিয় তারকাদের, যারা বর্তমানে টেলিভিশনে অভিনয় করছেন না, তাদেরও বিশষ কয়েকটি চরিত্রে আনা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
রক্তবরণ মুগ্ধকরণ
জামাই রাজার এক অভিনেতা সংবাদমাধ্যমকে বললেন, খুবই খারাপ লাগছে যে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। শেষ কয়েকটি পর্ব খুব মন দিয়ে কাজ করছি আমরা।
একই চ্যানেলে ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে হৃদয়হরণ বিএ পাস এবং স্বাধীনতা সংগ্রামের ওপর নতুন একটি ধারাবাহিক।