পাহাড়ে হত্যা, পেশাদার গোয়েন্দার চরিত্রে দেবলীনা

RBN Web Desk: এবার এক পেশাদার গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেবলীনা দত্ত। ‘কালিম্পঙ ক্রাইমস’ ওয়েব সিরিজ়ে এক পুরোদস্তুর মহিলা গোয়েন্দারূপে দেখা যাবে তাঁকে। এই সিরিজ়ের অন্যান্য ভূমিকায় রয়েছেন সৃজনী মিত্র, ত্র্যম্বক রায়চৌধুরী, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়, রাহুল বর্মন ও রানা বসু ঠাকুর। 

বাংলা সাহিত্যে একাধিক জনপ্রিয় রসহ্যভেদী চরিত্র থাকলেও পুরুষদের তুলনায় মহিলা গোয়েন্দার সংখ্যা যথেষ্ট কম। মহিলা রহস্যসন্ধানী নিয়ে এর আগে ছবি, ধারাবাহিক ও সিরিজ় হলেও তা একেবারেই ঘরোয়া বাঙালি গোয়েন্দাদের নিয়েই হয়েছে। এই প্রথম সম্পূর্ণ বিদেশী ধাঁচে তৈরি এক মহিলা গোয়েন্দাকে নিয়ে তৈরি হয়েছে ‘কালিম্পঙ ক্রাইমস’, যার মূল চরিত্রে রয়েছেন দেবলীনা। আজ মুক্তি পেল সিরিজ়টির ট্রেলার। 

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

‘কালিম্পঙ ক্রাইমস’-এর কাহিনী একটি ছবির শুটিং দলকে কেন্দ্র করে। গল্পের প্রেক্ষাপট কালিম্পং। পাহাড়ি লোকেশনে শুটিংয়ের মাঝেই ঘটে যায় দুর্ঘটনা, যার তদন্ত করতে পৌঁছে যায় গোয়েন্দা সায়নী।




তাঁর চরিত্রটি সম্পর্কে দেবলীনা রেডিওবাংলানেট-কে জানালেন, “এটা একটা মার্ডার মিস্ট্রি যার পুরোটাই পাহাড়ে ঘটে। বাংলা সাহিত্য বা ছবিতে পুরুষ ডিটেকটিভদেরই রমরমা। তার মধ্যে এটা একেবারে আলাদা একটা গল্প যেখানে একটা মেয়ে রহস্যের জট ছাড়াচ্ছে। বাংলায় এখনও পর্যন্ত যে ক’জন মহিলা গোয়েন্দাকে আমরা দেখেছি তারা বেশ ঘরোয়া। সেখানে সায়নী ঠিক ঘরোয়া শাড়ি পরা গোয়েন্দা নয়। সে একজন পেশাদার গোয়েন্দা। পুরুষ গোয়েন্দাদের মতোই সে তদন্ত করে। তার সাজপোশাক থেকে শুরু করে ক্রাইম স্পটে গিয়ে কাজের ধরন, সবটাই একজন আধুনিক পেশাদার গোয়েন্দার যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই। সায়নী একাই রহস্যের খোঁজ করতে বেরিয়ে পড়ে। পরে অবশ্য তার একজন সহকারী আসে, সেও একটি মেয়ে।”

তপন সাহার পরিচালনায় ক্লিক ডিজিটাল প্ল্যাটফর্মে নয় পর্বের ‘কালিম্পঙ ক্রাইমস’-এর প্রথম সিজ়ন মুক্তি পেতে চলেছে আগস্টে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *