বিয়ের হাফ সেঞ্চুরি করলেন ভাস্বর
RBN Web Desk: সেই কবে তাঁর দাদাশশুর বলে গেছেন, ‘একটি নিয়েই গলদঘর্ম, ডিউ-পার্টেতে নেই কো লোভ।’ কিন্তু উত্তমকুমারের উপদেশ শোনার বান্দাই নন তাঁর নাতজামাই। একটি নয়, দুটি নয়, একেবারে বিয়ের হাফ সেঞ্চুরি সেরে ফেললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে বাস্তব জীবনে নয়, টেলিভিশনের পর্দায়।
গতকাল আরেকবার বিয়ের পিঁড়িতে বসলেন ভাস্বর। জনপ্রিয় ধারাবাহিক আমলকি-এর একটি বিয়ের দৃশ্য শ্যুটিং করলেন তিনি। ধারাবাহিকটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভাস্বর।
তাশি গাঁওয়ে একদিন
আমাকে দেখলেই বোধহয় পরিচালকদের বেশ একটা ভালো বিবাহযোগ্য ছেলে বলে মনে হয়, বললেন ভাস্বর। এই নিয়ে ৫০ বার হল। ইউনিটের সবাই এবং বন্ধুবান্ধবরা দাবী করেছে যে খাওয়াতে হবে, হেসে বললেন টেলিভিশন ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা। তবে এই বিয়ের পর অনেক নাটকীয় মুহূর্ত আসতে চলেছে ধারাবাহিকটিতে, সংবাদমাধ্যমকে জানালেন তিনি।