কোনও আপোষ নয়, তাই চারমিনার: টোটা
RBN Web Desk: যেদিন ‘ফেলুদা ফেরত’-এর প্রথম দুই সিজ়নের শুটিং শেষ হয়েছে, সেদিনই তিনি ধূমপান বন্ধ করেছেন বলে জানালেন টোটা রায়চৌধুরী। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ওয়েব সিরিজ়ে ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন টোটা। ব্যক্তিগত জীবনে টোটা ধূমপান করেন না। অথচ ফেলুদার চরিত্রে অভিনয় করতে গেলে সেটা করতেই হবে। অগত্যা চরিত্রের প্রয়োজনে টোটাকে সেই অভ্যাসই করতে হয়েছিল।
“আমি স্মোক করি না। কিন্তু ফেলুদা মানেই চারমিনার আর সেটা খুব কড়া সিগারেট,” রেডিওবাংলানেট-কে বললেন টোটা। “যাঁরা নিয়মিত স্মোক করেন তারাও খুব কমই চারমিনার টানতে পারেন।”
অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ধূমপানে অভ্যস্ত। ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’ শুটিংয়ের সময় একদিন টোটার থেকে চারমিনার চেয়ে খেয়েছিলেন। “খরাজদা বললেন, ‘দেখি অনেকদিন চারমিনার খাওয়া হয়নি’। তিনিও খেয়ে বললেন, ‘এ তো উইল করে খেতে হবে এমন সিগারেট!’ সেই জিনিস আমাকে দিনে প্রায় চোদ্দ-পনেরোটা করে খেতে হয়েছে। খুবই কষ্ট হয়েছে। তবে সবকটা জিনিস আমি নিজে চেষ্টা করেছি। কারণ ফেলুদা নিয়ে আমি কোনও আপোষ করতে চাই না। এখন সিগারেট খাওয়া বন্ধ। আবার শুটিং শুরু হলে খেতে হবে।”
আরও পড়ুন: জটায়ুর সাহস
এই সিরিজ় নিয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন তিনি? “বহু মানুষ জানিয়েছেন তাদের ভালো লেগেছে। অনেকে খারাপটাও জানিয়েছেন। কিছু পরিবর্তন নিশ্চয়ই আসবে। আমরাও নিজেদের খুঁতগুলো ধরতে পেরেছি। সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে পরের কাজটা করব, যাতে মানুষের ভালো লাগে,” বললেন টোটা।
তবে সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁকে ফেলুদারূপে দেখে যেতে পারেননি, এটা তাঁর জীবনে একটা বড় আফসোস হয়ে থেকে যাবে বলে জানালেন টোটা। “সৌমিত্রবাবু ও বেনুদা (সব্যসাচী চক্রবর্তী) দুজনেই আমার কাছে আদর্শ ফেলুদা,” বললেন টোটা। “দুজনের কিছু জিনিস আছে যেগুলো দেখে আমার মনে হয় ফেলুদা ঠিক এমনটাই হয় উচিত। আমার ভাগ্য সদয় যে বেনুদা দেখেছেন। ফোন করে জানিয়েছেন ভালো লেগেছে। সৌমিত্রবাবু ফার্স্ট লুক দেখেছিলেন। বলেছিলেন মানিয়েছে। ওটাই মাথায় রেখে নিজেকে সান্ত্বনা দিয়েছি।”
ফেলুদার চরিত্রে অভিনয় করার পর অভিনেতা হিসাবে তাঁর আর কোনও অপূর্ণ আশা নেই মনে করেন টোটা। “কাল থেকে যদি আমার অভিনয়ের কেরিয়ার শেষও হয়ে যায়, তাহলেও কোনও আফসোস থাকবে না,” বললেন তিনি।
‘ফেলুদা ফেরত’-এর দ্বিতীয় সিজ়ন ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ আসছে শীঘ্রই। তৃতীয় ও চতুর্থ সিজ়নের কাজও শুরু হওয়ার মুখে।
ছবি: গার্গী মজুমদার