আবারও ক্যান্সার আক্রান্ত তাহিরা, ফিরলেন বাড়ি
RBN Web Desk: ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী, পরিচালক তাহিরা কশ্যপ (Tahira Kashyap)। অস্ত্রোপচার হয়েছিল, সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সাত বছর পর সেই মারণরোগ যে আবার ফিরে আসতে পারে, তা ঘুণাক্ষরে টের পাননি। নিয়মিত পর্যবেক্ষণে থাকার পরেও চেনা শত্রু ফের থাবা বসিয়েছে তাঁর শরীরে। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
সম্প্রতি তাহিরা সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে পরিচালক লিখেছেন, “সকলের ভালোবাসা এবং প্রার্থনায় ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছি। এগুলোই আসলে জাদুর মতো কাজ করে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ!”
তাহিরার দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন মুম্বই বিনোদন জগতের অনেকেই। মন্দিরা বেদী, রাজকুমার রাও, টুইঙ্কল খন্না থেকে ভূমি পেডনেকর, অভিনেতা আয়ুষ্মান খুরানার পত্নীর জন্য প্রার্থনা করেছেন সকলেই। অনুরাগীদের শুভেচ্ছা বার্তাও পেয়েছেন। তাহিরা বলেছেন, “এমন অনেকেই আছেন যাঁদের আমি চিনি না, তাঁরাও হয়তো আমাকে সেভাবে চেনেন না। তবু আমার জন্য প্রার্থনা করছেন। আমি সকলের কাছেই কৃতজ্ঞ। এই সম্পর্কগুলো আসলে আধ্যাত্মিকতার সর্বোত্তম রূপ।”
আরও পড়ুন: চাঁদের হাট, মুক্তি পেল ‘আমার বস’-এর টিজ়ার
২০১৮ সালে প্রথমবার ক্যান্সারের সঙ্গে লড়াই করার যন্ত্রণা এবং সুস্থ হয়ে ওঠার নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাহিরা। ক্যান্সার আক্রান্ত অনেক মহিলার চোখে পরিচালকের এই লড়াই অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন আগে তাহিরা নিজেই জানিয়েছিলেন, দ্বিতীয়বার তাঁর লড়াই শুরু হয়েছে। একইরকম মনোবল নিয়ে তিনি লিখেছিলেন, “আমি জানি, আমি পারব।”
২০১৭ সালে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘টফি’ দিয়ে তাহিরার পরিচালনায় হাতেখড়ি। ওয়েব প্ল্যাটফর্মে ‘শর্মা জি কি বেটি’ মুক্তি পেয়েছিল গতবছর। দ্বিতীয়বার ক্যান্সার শনাক্ত হওয়ার আগে পর্যন্ত পরিচালনার কাজ করেছেন তাহিরা।
ছবি: সিনেমা এক্সপ্রেস