ফেলুদা সিরিজ়ে চিরঞ্জিৎ
RBN Web Desk: ফেলুদা সিরিজ়ে অভিনয় করতে চলেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ের ‘রয়েল বেঙ্গল রহস্য’-এ অভিনয় করবেন তিনি। অন্তত টালিগঞ্জে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে।
এ মাসেই উত্তরবঙ্গে শুরু হবে ‘রয়েল বেঙ্গল রহস্য’-এর শুটিং। সৃজিত মুখোপাধ্যায়ের পর হইচইয়ের ফেলুদা সিরিজ়ের পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘দার্জিলিং জমজমাট’, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর মতো কাহিনি নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করেছেন পরিচালক সৃজিত। ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর পর ফেলুদা সিরিজ় পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ফেলু, তোপসে ও জটায়ুর ভূমিকায় যথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তীই থাকছেন।
আরও পড়ুন: আবারও একসঙ্গে জন-অক্ষয়?
‘রয়েল বেঙ্গল রহস্য’-এ জমিদার মহীতোষ সিংহ রায়ের আমন্ত্রণে রহস্যের সমাধান করতে সদলবলে উত্তরবঙ্গে হাজির ফেলুদা। সূত্রের খবর, সেই মহীতোষের চরিত্রেই দেখা যাবে চিরঞ্জিৎকে। উল্লেখ্য সন্দীপ রায় পরিচালিত ‘রয়েল বেঙ্গল রহস্য’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন বাসুদেব মুখোপাধ্যায়।
ছবি: RBN আর্কাইভ