‘এল ডোরাডো’ মুক্তি নিয়ে জল্পনায় জল ঢাললেন সন্দীপ

কলকাতা: ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’ মুক্তি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ কাহিনী অবলম্বনে এই প্রথম বড় পর্দায় আসতে চলেছে প্রোফেসর শঙ্কু। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, রিকার্ডো দাঁতে ও জ্যাকেলিন মাজ়ারেলা।

গতকাল শহরে এক অনুষ্ঠানে সন্দীপ রেডিওবাংলানেট-কে জানালেন, “এই শীতেই মুক্তি পাবে ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’। শ্যুটিং শেষ, এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।”

মাঝখানে বেশ কয়েক মাস বন্ধ ছিল ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’র শ্যুটিং। দ্বিতীয় দফায় ব্রাজ়িলে শ্যুট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ধৃতিমান। কোনও দৃশ্য ক্যানবন্দী না করেই ফিরে আসে টিম শঙ্কু। এছাড়াও গুজব ওঠে, প্রযোজনা সংস্থার কিছু আভ্যন্তরীন সমস্যার দরুণ নির্ধারিত সময়ে মুক্তি নাও পেতে পারে ছবিটি। পরে ফের দলবল নিয়ে ব্রাজ়িলে যান সন্দীপ।

যে জন থাকে মাঝখানে

প্রযোজনা সংস্থার এক সূত্র জানালেন, খুব সম্ভবত ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’।

ছবি: সায়ন্তন দত্ত

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *