বিশিষ্ট অভিনেতা মনোজ কুমার প্রয়াত

RBN Web Desk: প্রয়াত হলেন অভিনেতা ও পরিচালক মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দেশাত্মবোধক ছবিতে অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্রে তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন। আজ ভোর ৩.৩০ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। 

অভিনেতার পুত্র কুণাল গোস্বামী জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাঁর বাবা লিভার সিরোসিসে ভুগছিলেন। বাবার আত্মার শান্তি কামনা করে কুণাল বলেছেন তাঁর বাবা আনন্দেই ছিলেন, তবে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। ঈশ্বরের কৃপায় তিনি শান্তিতে ইহলোক ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা’ রূপে আসছেন অনন্যা, সঙ্গে শান্তিলাল

‘পূরব অউর পশ্চিম’, ‘উপকার’, ‘ক্রান্তি’, ‘নীল কমল’, ‘পত্থর কে সনম’, ‘গুমনাম’, ‘দো বদন’, ‘রোটি কপড়া অউর মকান’-এর মতো অজস্র ছবিতে অভিনেতার কাজ স্মরণীয় হয়ে থাকবে। ১৯৯২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়াও ২০১৫ সালে ভারতীয় ছবিতে অবদানের জন্য তাঁকে দাদাসাহেব ফালকে সম্মান প্রদান করা হয়। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *