বাংলা ধারাবাহিকে বাবুল?
RBN Web Desk: বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন বাবুল সুপ্রিয়। অন্তত টালিগঞ্জে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। খুব সম্ভবত টেলিভিশনে নায়কের ভূমিকায় তাঁকে দেখা যাবে। আর প্রাক্তন সাংসদকে ক্যামেরার সামনে নিয়ে আসার নেপথ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
এর আগেও ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে দাঁড়িয়েছেন বাবুল। তরুণ মজুমদারের পরিচালনায় ‘চাঁদের বাড়ি’ ছবির অন্যতম মূল চরিত্রে ছিলেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়া হরনাথ চক্রবর্তীর ‘সঙ্গী’ ছবিতে বাবুল তাঁর বাস্তব চরিত্রেই কাজ করেন।
আরও পড়ুন: বাকি আর এক মাস, ভারতে নয় ‘ইন্ডিয়ানা জোন্স’
শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকের জন্য বাবুলের লুক টেস্টও নাকি হয়ে গেছে। এই ধারাবাহিকে বাবুলের বিপরীতে থাকছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই শুরু হবে শুটিং। সূত্রের খবর, অসমবয়সী প্রেমের কাহিনী নিয়ে হবে বাবুল-দেবচন্দ্রিমার এই ধারাবাহিক।