বাকি আর এক মাস, ভারতে নয় ‘ইন্ডিয়ানা জোন্স’
RBN Web Desk: ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজ়ের পঞ্চম ছবির আর এক মাসের মতো শুটিং বাকি, সম্প্রতি জানিয়েছেন পরিচালক জেমন ম্যানগোল্ড। ২০১৬ সালে এই ছবির ঘোষণা করে প্রযোজনা সংস্থা। তারপর একাধিক কারণে পিছিয়ে যায় ছবির শুটিং। গত দু’বছর করোনা অতিমারির কারণে ঢিমেতালে এগিয়েছে ছবির কাজ। অবশেষে তা শেষের পথে।
এই প্রথম ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজ়ের কোনও ছবি পরিচালনা করছেন না স্টিভেন স্পিলবার্গ। তাঁর পরিচালনায় সিরিজ়ের প্রথম ছবি ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে। প্রবল জনপ্রিয় হয় এই ছবি। এরপর এসেছে আরও তিনটি ছবি। প্রতিটি ছবিরই নামভূমিকায় ছিলেন হ্যারিসন ফোর্ড। প্রতিটি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়। এই সিরিজ়ের চতুর্থ ছবি ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কাল মুক্তি পায় ২০০৮ সালে।
আরও পড়ুন: নিজেই সরে গেলেন শোলাঙ্কি?
পঞ্চম ছবিতেও নামভূমিকায় থাকছেন ফোর্ড। এখন তাঁর বয়স ৭৯। শোনা যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে ছবিতে তাঁর বয়স অনেকটাই কমিয়ে দেখানো হবে।
এদিকে পূর্বনির্ধারিত থাকলেও ভারতে হবে না এই ছবির শুটিং। করোনাকালে বহু বড় বাজেটের হিন্দি ছবির শুটিং আপাতত স্থগিত রয়েছে। ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজ়ের পঞ্চম ছবির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল জোধপুর ও জয়সলমিরে। বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের কবলে রয়েছে গোটা দেশ। প্রযোজনা সংস্থা তাই সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের পরিবর্তে মরোক্কায় ছবির বাকি অংশ ক্যামেরাবন্দী করা হবে।