‘অপু ট্রিলজি’র সিক্যুয়েল ‘অভিযাত্রিক’, মিলল সরকারী স্বীকৃতি

RBN Web Desk: শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবিকে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র সিক্যুয়েল হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’র যে অংশটি সত্যজিৎ ‘অপুর সংসার’-এ রাখেননি, সেটি নিয়েই শুভ্রজিৎ পরিচালনা করেছেন ‘অভিযাত্রিক’।

২০২১-এ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয়েছিল ‘অভিযাত্রিক’-এর প্রিমিয়র। ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অপর্ণার চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায়। লীলার ভূমিকায় অভিনয় করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে ছিলেন আয়ুষ্মান মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, তনুশ্রী শংকর, সোহাগ সেন, বিশ্বনাথ বসু ও বরুণ চন্দ।

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

৬৮তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে ‘অভিযাত্রিক’। সিনেম্যাটোগ্রাফিতে জাতীয় পুরস্কার পেয়েছেন সুপ্রতীম ভোল। এই জাতীয় পুরস্কারের শংসাপত্রেই ‘অপু ট্রিলজি’র সিক্যুয়েল হিসেবে ‘অভিযাত্রিক’কে স্বীকৃতি দেওয়া হয়। 

‘আমি তোমার বন্ধু,’ সদ্য পরিচিত শিশুপুত্র কাজলকে বলেছিল অপু। এরপরের দৃশ্যটি পরম ভরসার। ‘বন্ধু’র কাঁধে চেপে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিল কাজল। ১৯৫৯ সালে ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে মুক্তিপ্রাপ্ত সত্যজিতের ‘অপুর সংসার’ ছবির শেষ এখানেই। সেই রেশ ধরেই ছয় দশক পর আবারও বড় পর্দায় অপুকে ফিরিয়ে এনেছেন শুভ্রজিৎ।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *