জমিয়ে হুল্লোড়ের প্রতিশ্রুতি টিম ‘হাঙ্গামা.com’-এর

কলকাতা: কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। তবে এ ছবিতে জন্ম-মৃত্যুর প্রসঙ্গ সেভাবে নেই। যা আছে তা হলো বিয়ে। সেই বিয়ে নিয়েই যত হইচই আর ঝঞ্ঝাট। যদিও সবটাই থাকবে মজার মোড়কে। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে রোমান্টিক কমেডি ছবি ‘হাঙ্গামা.com’।

অভিনয়ে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, লাবণী সরকার, তুলিকা বসু, বিশ্বনাথ বসু ও ঋষি রাজ। 

ছবির কাহিনী কলকাতাবাসী দুই পরিবারকে নিয়ে। এক পক্ষ থাকে উত্তরে, অন্যটি দক্ষিণে। দুই পরিবারের মধ্যে সদ্ভাব নেই মোটেও। শত্রুই বলা যায়। বিরাট ভদ্র (রজতাভ) যেমন ভদ্রতার ধার ধারেন না, তেমনই বঙ্কিম বসুও (খরাজ) বাঁকা কথা শোনাতে ছাড়েন না। অথচ তাদের ছেলেমেয়েরা বাবাদের ঝগড়াঝাটির তোয়াক্কা না করে দিব্যি নিজেদের মধ্যে মিষ্টি প্রেমের সম্পর্ক পাতিয়ে ফেলে। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এক পক্ষের ছেলে সম্রাট (ওম) ভালোবাসে অন্য পক্ষের অভিমন্যুর (বনি) দিদি পূজাকে (শ্রাবন্তী)। আবার অভিমন্যু ভালোবাসে সম্রাটের বোন অর্চনাকে (কৌশানী)। ভদ্র আর বসু পরিবার কি তা মেনে নেবে? দুই পরিবারের মধ্যে লেগে যায় হাঙ্গামা। আজ ছবির মহরত ও পোস্টার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল শহরের এক হোটেলে। 

“মজার চরিত্রে অভিনয় করতে আমি ভালোবাসি,” বললেন ওম। “এই ছবিতেও আমার আর শ্রাবন্তীর জুটিটা থাকছে। এমন একজন অভিনেত্রীর সঙ্গে বারবার কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। ছবিটা খুব হইহুল্লোড় আর মজার। আপাতত এর বেশি গল্প বলা যাবে না। কমেডি করতে গেলে চোখ কান একটু বেশি খোলা রাখতে হয়। তার ওপর এখানে যারা আছেন তারা সবাই কমেডি এবং অভিনয়ের দিগগজ বলা চলে। কাজেই ছবিটা কেমন হতে চলেছে আন্দাজ করতে পারছি।” 

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

ছবিতে ওমের নাচ দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “থাকবে অবশ্যই। আমার খুব প্রিয় কোরিওগ্রাফার পঙ্কজদা আছেন এই ছবির সঙ্গে। যখন ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলাম তখন থেকে আমাদের চেনা। তাই নাচটা ফাটিয়ে হবে এটা বলতে পারি।” 

নিজে একসময় বাংলা স্ট্যান্ডআপ কমেডির চেনা মুখ ছিলেন। তাই পরিচালনায় এসেও কমেডি গল্পের দিকেই ঝোঁক বেশি কৃষ্ণেন্দুর। “এটা একটা মিষ্টি প্রেমের গল্প। ফাটাফাটি মজা হবে। কোনও কান্নাকাটি নেই। দুটো পরিবার, তাদের ছেলেমেয়েদের মধ্যে প্রেম। দুই জোড়া ভাইবোন রয়েছে ছবিতে। এদিকে দুই পরিবারের মধ্যে শত্রুতা। সব মিলিয়ে পর্দায় জমিয়ে হুল্লোড়ের জন্য প্রস্তুত থাকুন।” 

ছবিতে সুর দিয়েছেন অমিত মিত্র ও স্যাভি।

২৮ নভেম্বর থেকে কলকাতা ও কালিম্পংয়ে শুরু হবে ছবির শুটিং।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *