সম্পর্কে চিড়, দুইয়ের মাঝে ‘তৃতীয়’
RBN Web Desk: ভালোবাসা বা দাম্পত্যের ফাঁক বুঝে হামেশাই কড়া নাড়ে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব। বলা বাহুল্য প্রথম দুইয়ের মধ্যে কোনও একজনের সম্মতিতেই সে প্রবেশ করে। ভালোবাসায় যদি টান পড়ে তবে সেই অনাহুত ব্যাক্তির প্রবেশ শুধু সময়ের অপেক্ষা মাত্র, যার আগমনে ভেঙে যায় অনেক স্বপ্ন, প্রত্যাশা, বিশ্বাস। সম্পর্কের এই জটিল সমীকরণ নিয়ে পরিচালক অনিমেষ বোস তৈরি করেছেন তাঁর আগামী ছবি ‘তৃতীয়’। অভিনয়ে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, রজতাভ দত্ত, সম্পূর্ণা লাহিড়ী ও বোধিসত্ত্ব মজুমদার। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার।
ছবির গল্প মূলত তিনজনকে কেন্দ্র করে আবর্তিত। সন্দীপন (জয়) ও শর্মিলার (সুদীপ্তা) দাম্পত্যে তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করে সন্দীপনের সহকর্মী নন্দিনী (সম্পূর্ণা)। শর্মিলা সবটা আঁচ করলেও সন্দীপন ও নন্দিনী স্বামী-স্ত্রী পরিচয়ে কলকাতার বাইরে এক হোটেলে ছুটি কাটাতে চলে যায়। তবে শেষ রক্ষা হয় না। জানাজানি হয়ে যায় সবটাই। ওদিকে এক খুনের ঘটনায় গতি আরও জটিলতার দিকে বাঁক নেয়। পুলিশ অফিসার বীরেশ্বর হাজরার (রজতাভ) তদন্তে জড়িয়ে পড়ে সকল কুশীলব।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
অনিমেষ জানালেন, “এটা সম্পর্কের ছবি যেখানে বিশ্বাস ও অবিশ্বাসের মেলবন্ধনে এগিয়ে চলবে গল্প। ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট, যা দর্শককে ভাবতে সাহায্য করবে।”
আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তৃতীয়’।