অ্যাকশন ছবিতে রোহন-অনিন্দ্য জুটি, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে গাঁজা পাচার ও তাই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই বহুদিনের। এরই মধ্যে ব্রহ্মা ও অর্জুনের আবির্ভাবে কীভাবে গোটা এলাকার ক্ষমতা হাতবদল হয়ে যায় সেই নিয়েই ‘ব্রহ্মার্জুন’ ছবির কাহিনি। সৌভিক দে’র পরিচালনায় ছবিতে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya), প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সুদীপ মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, জ়ারিনা ওয়াহাব, মুস্তাক খান, মুকেশ তিওয়ারি। সদ্য প্রকাশিত হলো ছবির ট্রেলার, উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীরা।
ছবিতে ব্রহ্মার ভূমিকায় রয়েছেন রোহন। অর্জুনের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্যকে। প্রিয়াঙ্কার চরিত্রের নাম পুষ্পা।
সংবাদমাধ্যমকে রোহন জানালেন, “ছোট থেকে অ্যাকশন ছবি দেখে বড় হয়েছি। প্রথমবার কোনও ছবিতে নিজেকে সেই কাজ করতে হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।” এর সঙ্গেই মজা করে যোগ করলেন, “ছবিতে আমার নাম ব্রহ্মা কারণ আমার মাথায় বুদ্ধি বেশি তো, তাই সৌভিকদা ওই নামটা রেখেছে। চারটে মাথার বুদ্ধি এক মাথায়!”
আরও পড়ুন: মুশকিল আসান রাখি, দোসর শিবপ্রসাদ
প্রিয়াঙ্কা বললেন, “‘ব্রহ্মার্জুন’ আমাদের সকলের ছবি। পুরো গল্পটাকে আমরা যেভাবে দেখাবার চেষ্টা করেছি, তা বেশ অন্যরকম। ছবিতে রোহন আর আমাকে একেবারে অন্যভাবে দেখা যাবে। পুষ্পা নামটা শুনে আমি প্রথমে অবাক হয়েছিলাম। কারণ ওই নামে সিনেমা হওয়ার পর পুষ্পা এখন বিখ্যাত। তবে এই নামের পিছনে একটা কারণও আছে, সেটা ছবি দেখলে বোঝা যাবে। আমার অভিনীত চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না, ছবিতে দেখে দর্শক বুঝবেন।”

টিম ‘ব্রহ্মার্জুন’
প্রথমবার অ্যাকশন ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য। ছবি নিয়ে তিনি বললেন, “খুব নতুন ধরনের গল্প, এমন বলব না. তবে এই ধরনের বা এরকম ট্রিটমেন্টের গল্প নিয়ে বাংলায় আমাদের প্রজন্ম খুব বেশি কাজ করেনি বলে আমি মনে করি। তাই দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি তাদের কেমন লাগবে।”
আরও পড়ুন: বিপ্লবী না ডাকাত? প্রথমবার বায়োপিকে জিৎ
অনেকদিন ধরেই এই গল্প তাঁর মাথায় ছিল বলে জানালেন সৌভিক। “গাঁজা পাচার নিয়ে দুই বন্ধুর সাম্রাজ্য টিকিয়ে রাখার গল্প। কাজেই অনেকেই যে বলছেন ‘খাদান’ বা হিন্দিতে ‘গুন্ডে’ ছবি থেকে অনুপ্রাণিত, তেমন একেবারেই নয়। পুরোপুরি মৌলিক, আমার নিজের লেখা গল্প। এই ধরনের গল্প লেখার একটাই কারণ কমার্শিয়াল ছবি বানাতে হবে। দেবদা বা জিৎদা যে ধরনের ছবি করেছে সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। না হলে আর সিনেমাহলের সংখ্যা পঞ্চাশ থেকে ষাট হবে কী করে?”
ছবিতে ব্রহ্মা ও অর্জুনের মায়ের চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী জ়রিনা ওয়াহাব। মুস্তাক খান রয়েছেন এক তান্ত্রিকের চরিত্রে। এছাড়াও মুকেশ তিওয়ারিকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
২৩ মে মুক্তি পাবে ‘ব্রহ্মার্জুন’।
