আগুন জ্বালানো নিষিদ্ধ, বইমেলা থেকে সরছে খাবারের স্টল

RBN Web Desk: বইমেলা থেকে সরছে টাটকা রান্না করা খাবারের স্টল। আজ সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা আর্ন্তজাতিক বইমেলায় গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ১৯৯৭ সালে ময়দানে সেই আগুনের স্মৃতি এখনও টাটকা। নগরোন্নয়ন দপ্তর থেকে তাঁরা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে অনুরোধ জানিয়েছেন আজকের পর থেকে বইমেলায় যেন আর খাবারের স্টল না থাকে। মন্ত্রীর অনুরোধে সাড়া দিয়েছে গিল্ড।

ফিরহাদ জানান, বইমেলায় আগুন জ্বালানো নিষিদ্ধ করা হলো। আগুন জ্বালিয়ে যে সকল খাবারের স্টল রান্না করে, তাদের বইমেলা প্রাঙ্গন সংলগ্ন বিধাননগর পুরসভার সুইমিং পুল চত্বরে সরে যেতে হবে। ভবিষ্যতে বইমেলার সময় এখানেই সব খাবারের স্টলকে জায়গা দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক

উল্লেখ্য, এবার রেকর্ড ভিড় হচ্ছে কলকাতা বইমেলায়। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু হওয়ায় কলকাতার বাইরে থেকে বহু মানুষ বইমেলায় আসছেন। বই বিক্রিও হচ্ছে প্রচুর।

ছবি: টাইমস অফ ইন্ডিয়া




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *