অবশেষে মুক্তি পেতে চলেছে ‘হাঙ্গামা ডট কম’

RBN Web Desk: বাঙাল-ঘটি লাঠালাঠি কাণ্ড! এদিকে মোহনবাগান তো ওদিকে ইস্টবেঙ্গল। আবার এদিকে ইলিশ তো ওদিকে চিংড়ি। বাঙালির চিরাচরিত অম্লমধুর রেষারেষি নিয়ে আসছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের রোমান্টিক কমেডি ছবি ‘হাঙ্গামা ডট কম’। অভিনয়ে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), ওম সাহানি (Om Sahani), বনি সেনগুপ্ত (Bonny Sengupta), কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee), রজতাভ দত্ত, তুলিকা বসু, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার ও বিশ্বনাথ বসু। 

ছবির গল্প দুই পরিবারকে নিয়ে। এক পরিবার পূর্ববঙ্গীয় আর অন্যটি পশ্চিমবঙ্গীয়।‌ দুই পরিবারে যার-যার নিজস্ব রীতি রেওয়াজ নিয়ে যেমন গর্বও আছে আবার অন্য পরিবারের সঙ্গে রয়েছে ঝগড়াঝাঁটিও। দুই পরিবারেই রয়েছে একটি করে ছেলে এবং মেয়ে। সমস্যা আরও জটিল হয়ে দাঁড়ায় যখন এই পরিবারের এক জোড়া ছেলেমেয়ে ওই পরিবারের অন্য এক জোড়া ছেলেমেয়ের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়ে। পূজাকে ভালোবাসে সম্রাট যে কিনা অর্চনার দাদা। আবার সেই অর্চনাকে ভালবাসে পূজার ভাই অভিমন্যু। সবকিছু জানাজানি হলে দুই বাড়িতে বেঁধে যাবে দক্ষযজ্ঞ। কী হবে এবার? 

আরও পড়ুন: তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু

গত বছর মুক্তি পেয়েছিল কৃষ্ণেন্দুর আর এক কমেডি ছবি ‘জমালয়ে জীবন্ত ভানু’। তবে ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং হয়েছিল ২০২২ সালে। গতবছর মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। 

ছবিতে সুরারোপ করেছেন স্যাভি ও অমিত মিত্র।

ঈদে মুক্তি পেতে চলেছে ছবিটি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *