আবারও টেলিভিশনে সমরেশ মজুমদারের গল্প

RBN Web Desk: সন্ধ্যা হলেই প্রায় প্রতিটি বাড়ি থেকেই আজকাল কোনও না কোনও বাড়ি থেকে টেলিসিরিয়ালের আবহসঙ্গীত ভেসে আসে। মৌলিক কাহিনীর পাশাপাশি পিছিয়ে নেই বিশিষ্ট সাহিত্যকদরে রচনা অবলম্বনে তৈরি টেলিসিরিয়ালও। সেই ধারা বজায় রেখেই বাংলা টেলিভিশনে আরও একবার আসতে চলেছেন সমরেশ মজুমদার।

এর আগে সমরেশের লেখা ‘কালপুরুষ’ ও ‘সাতকাহন’-এর মতো উপন্যাস অবলম্বনে টেলিভিশন ধারাবাহিক হয়েছে। এবার ছোটপর্দায় আসতে চলেছে তাঁর আর এক সাহিত্যকীর্তি ‘তনু-অতনু সংবাদ’। তবে টেলিসিরিয়ালে এই শিরোনাম থাকছে না। এই কাহিনী অবলম্বনে নির্মিত টেলিসিরিয়ালটির নামকরণ করা হয়েছে ‘ইকিড় মিকিড়’।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এই ধারাবাহিকের গল্প প্রতিমাকে ঘিরে। সে খুব প্রাণবন্ত, ছটফটে মেয়ে। প্রতিমার দুরন্তপনা দেখে তার বাবা-মা চিন্তিত। তারা মেয়ের বিয়ে দিতে ছটফটে। অনেক টানাপোড়েনের পর এক শান্তশিষ্ট যুবকের সঙ্গে প্রতিমার বিয়ে হয়। তাদের বিয়ে পরবর্তী জীবন নিয়েই এই ধারাবাহিক।




সুশান্ত বসুর পরিচালনায় ‘ইকিড় মিকিড়’-এ প্রতিমার ভূমিকায় থাকছেন সোমাশ্রী ভট্টাচার্য। তাঁর বিপরীতে রয়েছেন সপ্তর্ষি রায়। এছাড়া অনেকদিন পর এই টেলিসিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন লাবণী সরকার।

আগামীকাল থেকে সন্ধ্যা ৭.৩০টায় আকাশ আটে সম্প্রচারিত হবে ‘ইকিড় মিকিড়’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *