নতুন পর্বই দেখতে পাবেন দর্শক
RBN Web Desk: ‘শুট ফ্রম হোম’কে কেন্দ্র করে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিমরাজি হয়েছে টেকনিশিয়ন ফেডারেশন। লকডাউনের মধ্যে বাড়ি থেকে ধারাবাহিকগুলির নতুন এপিসোডের শুটিং করছে ধারাবাহিক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ‘করুণাময়ী রাণী রাসমণি’ এবং ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দুটির শুটিং শুরু হয়ে গিয়েছে। এপিসোড ব্যাঙ্ক শেষ হলে এবার দেখা যাবে ‘রিমলি’, ‘কৃষ্ণকলি’, ‘যমুনা ঢাকি’, ‘মিঠাই’, ‘অপরাজিত অপু’, ‘জীবন সাথী’ ধারাবাহিকগুলির বাড়ি থেকে শুট করা এপিসোড। তাই প্রায় সব ধারাবাহিকেরই নতুন পর্ব দেখতে পাবেন দর্শক।
টেকনিশিয়ন ফেডারেশনের সঙ্গে কোনওরূপ আলোচনা না করেই বাড়ি থেকে শুটিং শুরু করার অভিযোগে ধারাবাহিকগুলির কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস। যে কোনও শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতাদের পাশাপাশি দরকার টেকনিশিয়নদেরও। তাই বাড়িতে বসে শুটিংয়ের ফলে ধারাবাহিকের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি মেকআপ শিল্পীরাও কাজ করতে পারছেন না বলে দাবি করেছিল ফেডারেশন।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
তবে অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ধারাবাহিকগুলির প্রযোজনা সংস্থার দাবি, বর্তমান আবহে তাঁরা কিছুটা হলেও দর্শককে ভালো রাখার চেষ্টা করছেন। সারাদিনের কাজের পর দর্শকও নতুন এপিসোডের অপেক্ষা করে থাকেন। আর বাড়ি থেকে শুটিং হলে অভিনেতাদের পাশাপাশি টেকনিশিয়নরাও টাকা পাবেন। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতির কারণে উপার্জিত অর্থের পরিমাণ কমলেও কর্মহীন হয়ে থাকার থেকে তা অনেক ভালো বলেই মনে করছেন তাঁরা।
চলতি মেগাধারাবাহিকগুলির পাশাপাশি পুরোনোর মধ্যে থেকে ফের দেখা যাবে ‘গোয়েন্দা গিন্নি’।