মুক্তি পেল ‘সঞ্চারী’র লিরিক্যাল মিউজ়িক ভিডিও
RBN Web Desk: ‘দুই শালিক নমস্কার/পা দুটো পরিস্কার, মাথা দুটো কালো/আজকের দিনটা ভালো।’ সকালবেলা ঘুম চোখে ‘দুই শালিক’ দেখলে যেমন দিনটা ভালো যায়, ঠিক তেমনই ছুটির দিনে বাসে পার্থর সঙ্গে সঞ্চারীর হঠাৎ দেখা হয়ে যাওয়াটাও যেন তেমনই একটা ভালো দিনের শুরু।
তমাল সেনের ছবি ‘দুই শালিক’ ইতিমধ্যেই দর্শক মহলে সমাদৃত হয়েছে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত। এছাড়াও রয়েছেন অভ্রজিৎ চক্রবর্তী, তপতী মুন্সী ও অন্যান্যরা।
“পুজোর সময় মুক্তি পেয়েছিল দুই শালিক। ছবিটা তো মানুষের ভালো লেগেইছে। ছবিতে একটা গান ব্যবহার করেছিলাম, যেটি দর্শকরা আলাদা করে শুনতে চেয়েছিলেন। সেই গানের লিরিক্যাল মিউজ়িক ভিডিও এবার প্রকাশিত হলো,” জানালেন ছবির সঙ্গীত পরিচালক অনির্বাণ অজয় দাস।
‘সঞ্চারী’ গানটি গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায় ও দেবাশীষ সোম।
“মধুপর্ণা এর আগে আমার সঙ্গে কাজ করেছে তবে আমার চিন্তা ছিল গানের পুরুষ কণ্ঠ নিয়ে। রজতাভদাকে মাথায় রেখে আমাদের একটা ভিন্নধর্মী কণ্ঠ প্রয়োজন ছিল । আমি অনেকের কথা ভাবছিলাম, তারপর হঠাৎই মনে হলো হাতের কাছে গানটির প্রোগ্রামার দেবাশীষদাই তো রয়েছেন। দেবাশীষদা একজন অসাধারণ হুইসলারও। বিশ্বের একটি হুইসিলিং কম্পিটিশনে ভারতের প্রতিনিধিত্বও করছেন। ‘অটোগ্রাফ’, ‘খাদ’-এর মতো বহু ছবির গান প্রোগ্রামিং করেছেন। ‘সঞ্চারী’ গানটা আমার অন্যান্য কাজের থেকে অনেকটা আলাদা,” জানালেন অনির্বাণ।
দেবাশীষ জানালেন, “অনির্বাণের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা বিভিন্ন ধরণের কাজের জন্য প্রোগ্রামিং, আবহসঙ্গীত ইত্যাদি তৈরি করেছি। ‘দুই শালিক’-এর গানটা গাওয়ানোর জন্য ওকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
মধুপর্ণার কথায়, “‘সঞ্চারী’ গানটা একবার শুনেই আমার মনে হয়েছিল যে এটা খুব কঠিন কাজ। গানটা এমন একটা স্কেল থেকে শুরু করে এমনভাবে খাদে নামে যে শুনেই বুঝেছিলাম বেশ বেগ পেতে হবে। অনির্বাণদার সাহায্যে অবশেষে গানটা তুললাম। তারপর গানটা যখন গাওয়া হলো, তখন বুঝতে পারলাম দারুণ কাজ হয়েছে।”