এ মাসেই নতুন জুটির আত্মপ্রকাশ বাংলা টেলিভিশনে
RBN Web Desk: এ মাসের শেষেই বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছে এক নতুন জুটি। ২৯ জুলাই থেকে এক জনপ্রিয় বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে শুরু হচ্ছে ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’। এই ধারাবাহিকেরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় ও শার্লি মোদক। টেলিভিশন দুনিয়ায় দুজনেরই হাতেখড়ি হবে এই ধারাবাহিকের মাধ্যমে।
‘চিরদিনই আমি যে তোমার’-এর গল্পটা কি নিয়ে?
নতুন এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে রণ রায়চৌধুরী (সৌভিক)। সংবেদনশীল, মার্জিত, শিক্ষিত রণ মন হারায় দুর্গাপুরের মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়ে ওঠা, ছোট ছোট স্বপ্ন দেখতে ভালোবাসা রাধাকে (শার্লি) দেখে। কিন্তু রাধার মন জুড়ে রং লেগে রয়েছে আবীরের। কোনও এক অপ্রীতিকর পরিস্থিতিতে ভেঙে যায় রাধা ও আবীরের সম্পর্ক। এমতাবস্থায় রাধার সঙ্গে বিয়ে হয় রণর। ভালোবাসা শুধুমাত্র একবারই হয়, একথা মনে প্রাণে বিশ্বাস করে রাধা। রণকে সে জানিয়ে দেয় যে আবীরের পরিবর্তে তাকে ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়।
মাদ্রিদের পথে ভুয়ো খবরের ‘শিরোনাম’
স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত রণ একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী ও সর্বোপরি আদর্শে পরিপূর্ণ জামাই হিসেবে তার সমস্ত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলে। রণ ও রাধার পূর্বরাগ ও বিবাহ পরবর্তী জীবনে টানাপোড়েনের গল্প নিয়েই এগোবে ‘চিরদিনই আমি যে তোমার’।
এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রেশমি সেন, নয়না পালিত, দ্বৈপায়ন দাস ও আরও অনেকে।