“যতদিন গুপ্তধন সিরিজ় চলবে আবিরের চরিত্রে কাজ করতে চাই”
পুজোয় অনেক বাঙালিই বাইরে বেড়াতে যান। তেমনই সুবর্ণ সেন ওরফে সোনাদা, আবিরলাল আর ঝিনুকও বেরিয়ে পড়ছে নতুন জায়গা দেখতে। এবার তাদের গন্তব্য এই বাংলার এক কোণে রোহিতাশ্বগড়। পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের গুপ্তধন সিরিজ়ের তৃতীয় ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ এবারের লক্ষ্য গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের গুপ্তধন। ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, বরুণ চন্দ, সৌরভ দাস ও কিঞ্জল নন্দ। মুক্তির প্রাক্কালে অর্জুন কথা বললেন রেডিওবাংলানেট-এর সঙ্গে।
কীভাবে প্রতিবার সোনাদা, আবির আর ঝিনুক গুপ্তধনের ঘটনায় জড়িয়ে পড়ে? এবার ছবিতে নতুন কী থাকছে?
আমরা গুপ্তধন খুঁজতে যাইনি এটুকু বলতে পারি। ছবির নামে কর্ণসুবর্ণ নাম থাকলেও আমরা আসলে যাচ্ছি রোহিতাশ্বগড় নামে এক জায়গায়। অন্য ছবিগুলোর মতো সেখানেও আমরা বেড়াতেই গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে একটা ঘটনায়, একটা পরিবারের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি। এবারের গল্পটায় আমাদের অনেক ঘোরাঘুরিও থাকছে।
সব মিলিয়ে এবারের অভিযানের অভিজ্ঞতা কেমন ছিল?
এবার একটু কষ্ট করেই কাজ করতে হয়েছে। আগের দুটো ছবির ক্ষেত্রে আমরা শীতকালে শুট করেছিলাম। এবার সেটা হয়েছে পুরুলিয়ার গরমে। কাজেই ৪৫ ডিগ্রি গরমেও হাসিমুখে কাজ করেছি সবাই। আসলে এই সিরিজ়ের কাজটা আমরা সবাই খুব আনন্দ করে করি।
পুরুলিয়ায় তো দিন দশেকের শিডিউলের ছিল। এছাড়া কলকাতা, মালদা ও মুর্শিদাবাদেও তো শুটিং করেছ তোমরা।
হ্যাঁ। প্রতিবার বাংলার যে অংশে আমরা যাই, সেখানকার ঐতিহাসিক গুরুত্ব ও অন্যান্য বিষয় কিছুটা গল্পে উঠে আসেই। এবারও সেভাবেই স্থানীয় লোকশিল্প, লোকগান, নৃত্য সবই থাকছে ছবিতে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এই মুহূর্তে তুমি বাংলা ছবির অন্যতম সফল নায়ক। তবু গুপ্তধন সিরিজ়ে মূল চরিত্রের সহকারী হিসেবে তোমাকে দেখা যায়।
(হেসে) এই কথাটা অনেকেই বলেন। তবে আমি ব্যাপারটা এইভাবে দেখি না। ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘ব্যোমকেশ গোত্র’ ২০১৮ সালে মুক্তি পায়। এই দুটো ছবি আমার কেরিয়ারে ইউ টার্ন বলা যায়। দুটো ছবিতেই নায়ক হিসেবে না থাকলেও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলাম। এছাড়া গুপ্তধন ফ্র্যাঞ্চাইজ়ির কাজটা আমার কাছে ভীষণ প্রিয়। সিরিজ়টা সোনাদার হলেও আবির ও ঝিনুক শুরু থেকেই তার সঙ্গে আছে। এই তিনজনে মিলে একটা টিম। আমি এই টিমটার সঙ্গে কাজ করতে ভালোবাসি। যতদিন গুপ্তধন সিরিজ় চলবে আমি আবিরের চরিত্রে করতে চাই। এটাকে সেকেন্ড লিড হিসেবে একেবারেই দেখতে চাই না। হলিউডেও তো কত সময় বিখ্যাত অভিনেতারা পার্শচরিত্রে কাজ করেছেন। এটা একটা জমজমাট সিরিজ় হয়ে থাকুক, দর্শকের ভালো লাগুক, এটাই চাইব।
ছবির আবিরলাল খেতে ভালোবাসে। তার ভোজনবিলাসের ঘটনা ছবির অনেকটা জুড়ে থাকে। বাস্তবে অর্জুনও কি আবিরের মতোই?
(হেসে) একেবারেই না। বাস্তবে খাওয়ার ব্যাপারে আমি অতি অল্পেই খুশি। এছাড়া আমি ফিটনেস নিয়ে একটু বেশিই সচেতন থাকি। তাই খাওয়াদাওয়ার ব্যাপারে তেমন আলাদা কোনও আগ্রহ আমার নেই।