কিংবদন্তী বাঙালি ফুটবলারের চরিত্রে হয়ত ঋদ্ধি সেন

RBN Web Desk: কিংবদন্তী বাঙালি ফুটবলার কৃশানু দে’র ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে ঋদ্ধি সেনকে। কৃশানুর একটি জীবনিভিত্তিক ছবি পরিচালনা করতে চলেছেন অরিত্র চট্টোপাধ্যায়। সেই ছবিতেই বাঙালির অন্যতম প্রিয় ফুটবলার হিসেবে পর্দায় আসতে পারেন ঋদ্ধি। ২০১৮ সালে কৌশিক গাঙ্গুলির ‘নগরকীর্তন’ ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে শেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার জেতেন এই অভিনেতা।

১৯৭৯ সালে কলকাতা পুলিশের হয়ে তাঁর ফুটবলার জীবন শুরু করেন কৃশানু। ১৯৮২ থেকে ১৯৮৪ তিনি খেলেন মোহনবাগানের হয়ে। এরপর টানা সাতটি মরশুম ইস্টবেঙ্গেলে খেলার পর, ‘ভারতের মারাদোনা’ ফিরে যান মোহনবাগানে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মী কৃশানু তাঁর সংস্থার হয়েই শেষ মাঠে নামেন ১৯৯৭ সালে। দেশের হয়ে ৪১ বার প্রতিনিধিত্ব করেন তিনি। অবসর গ্রহণের পর কোচিং করিয়েছেন কালীঘাট ক্লাবে। ২০ মার্চ ২০০৩ সালে ৪১ বছর বয়সে প্রয়াত হন এই শিল্পী ফুটবলার।

আশির দশকে ভারতের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন কৃশানু। তাঁর এবং বিকাশ পাঁজির জুটি ঝড় তুলত মাঝমাঠে।

ছ’মাসের মধ্যেই যবনিকা, হতাশ শিল্পীরা

সংবাদমাধ্যমকে অরিত্র জানালেন, ছবির কাজ অনেকটাই এগিয়েছে, নাম রাখা হয়েছে ‘দলবদল’। আশি ও নব্বই দশকের শুরুর দিকে অনেকটা গেরিলা কায়দায় ফুটবলার সই করানোর চল ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলে। দলবদলের আগে ঘরবন্দি করে রাখা হত অনেক নামী ফুটবলারকেই। সেই থেকেই ছবির নামকরণ। মুখ্য চরিত্রে ঋদ্ধি সেনকে ভাবছেন তিনি। মুম্বই রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে এই ছবি করার অনুমতিও পেয়ে গেছেন তিনি, দাবী অরিত্রর।

তবে প্রয়াত ফুটবলারের স্ত্রী পনি দে জানালেন, এই ছবি নিয়ে প্রাথমিক কথাবর্তা হলেও পরবর্তীকালে কাজ কতটা এগিয়ে সেটা তাঁর জানা নেই।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *