নিজেকে কোনও ইমেজে বেঁধে ফেলতে চাই না: অর্জুন
RBN Web Desk: কেরিয়ারের শুরুর দিকে স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করতে চাইতেন, সে কথা রেডিওবাংলানেট-কে বলেছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। মাঝে কয়েকটা বছর পার করে আজও বিভিন্ন ধরণের পরীক্ষামূলক চরিত্রে অভিনয় করতে সমান আগ্রহী তিনি। তবে নিজেকে কোনও ইমেজে বেঁধে ফেলতে চান না অর্জুন।
“ইমেজ তৈরি করব কেন? আমি তো সবই করতে চাই। গুন্ডা, পাড়ার ছেলে, কর্পোরেট চাকুরের চরিত্রে অভিনয় করতে চাই। আবার সত্যকাম, আবিরলাল, অর্ণব, অপুও করতে চাই যাতে সকলে বোঝে, যে কোনও ধরণের চরিত্র দিলেই ও পারবে। মানে এমন যেন না হয়, লোকে বলে শুধু পিরিয়ড গল্প বা থ্রিলার গোত্রের ছবিতেই আমাকে মানায়,” বললেন অর্জুন।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
তবে সে ক্ষেত্রে একটা চরিত্রকে নিজের ভেতরে গড়ে তুলতে কিছুটা সময় দিতে হয়। “কিছু চরিত্রের ক্ষেত্রে তা করতে হয়। যেমন অপুর চরিত্র। ওটা সত্যিই কঠিন ছিল। কে ভেবেছিল ছবিটা জাতীয় পুরস্কার পাবে! শুরুতে সকলেই বলেছিল একটু বেশি ভাবা হয়ে যাচ্ছে। কিন্তু চরিত্রটা তো মানুষ পছন্দ করেছেন,” বললেন অর্জুন।
আগে স্পাইডারম্যান হতে চাইতেন, এখন কোন চরিত্র পেলে করতে চাইবেন?
“খুব পছন্দের চরিত্র জেমস বন্ড,” জানালেন অর্জন। “অ্যাকশনধর্মী চরিত্র আমার ভালো লাগে। গুপ্তধনের সিরিজ়ে সেভাবে না হলেও কিছুটা অ্যাকশন আছে, সেটা আমি এনজয় করি।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তবে সচেতনভাবেই ফেলু বা ব্যোমকেশের মতো চরিত্র থেকে দূরে থাকতে চান অর্জুন। “বাড়িতে বাবাকে দেখেছি (সব্যসাচী চক্রবর্তী) ফেলুদা হিসেবে, দাদাকে (গৌরব) দেখেছি ব্যোমকেশ করতে। আমার মনে হয় এবার নতুন কিছু ভাবা দরকার। চেনা গল্প তো অনেক হলো,” বললেন তিনি।
আগামী দিনে অর্জুন অভিনীত অরিন্দম শীলের ‘খেলা যখন’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবাডি কাবাডি’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
ছবি: গার্গী মজুমদার