আবারও থ্রিলারে অরিন্দম
RBN Web Desk: আবারও থ্রিলারে হাত দিতে চলেছেন অরিন্দম শীল। তাঁর পরিচালনায় আগস্টের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে আবির চট্টোপাধ্যায়, সোহনী সরকার ও সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত ছবিটি। শোনা যাচ্ছে এবার সুচিত্রা ভট্টাচার্য সৃষ্ট মিতিনমাসি চরিত্রটিকে ফিরিয়ে আনতে চলেছেন অরিন্দম।
২০১৯ সালে পুজোর সময় অরিন্দমের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’। সুচিত্রার ‘হাতে মাত্র তিনটে দিন’ কাহিনী অবলম্বনে এই ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন ‘কোয়েল মল্লিক’। টুপুরের চরিত্রে ছিলেন রিয়া বণিক।
আরও পড়ুন: নেহরুর চরিত্রে নীরজ কবি
সম্প্রতি থ্রিলার ঘরানার ছবিতেই মনোনিবেশ করছেন অরিন্দম। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর আগে মুক্তি পেয়েছিল ‘তীরন্দাজ শবর’। এছাড়া সত্যজিৎ রায়ের লেখা ‘গ্যাংটকে গণ্ডগোল’ নিয়ে ওয়েব সিরিজ়ও পরিচালনা করছেন তিনি।
সূত্রের খবর, সুচিত্রার ‘কেরালায় কিস্তিমাত’ অবলম্বনে মিতিনমাসি সিরিজ়ের পরবর্তী ছবি পরিচালনা করতে চলেছেন অরিন্দম। মিতিনমাসির চরিত্রে থাকবেন কোয়েল। নভেম্বরের শেষ নাগাদ কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার্সে শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন অরিন্দম।
ছবি: গার্গী মজুমদার