দেবের পরিবর্তে ইন্দ্রনীল?
RBN Web Desk: গোয়েন্দার পাশাপাশি এবার এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার চরিত্রে ইতিমধ্যেই অভিনয় করেছেন ইন্দ্রনীল। সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’ ছবিতে এই চরিত্রে দেখা যাবে তাঁকে।
এদিকে একসময়ের কুখ্যাত ডন হুব্বা শ্যামলের জীবনভিত্তিক একটি রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন ব্রাত্য বসু। বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা মোশারফ করিমের এই চরিত্রে অভিনয় করার কথা। শোনা যাচ্ছে, এই ছবিতেই দেবের পরিবর্তে থাকছেন ইন্দ্রনীল। পুলিশ অফিসারের চরিত্রে প্রথমে দেবের অভিনয় করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। যিশু সেনগুপ্ত ও দেবাশিস মণ্ডলের সঙ্গেও কথা বলেছিলেন ব্রাত্য। তবে শেষমেশ এই চরিত্রে ইন্দ্রনীলকেই দেখা যেতে পারে।
আরও পড়ুন: ফেলু সিরিজ়ে গোয়েন্দার চরিত্রে সৌরসেনী
এর আগে ব্রাত্যর ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছিলেন মোশারফ।
ছবির নাম এখনও ঠিক হয়নি। চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক চললে পুজোর পর ছবির শুটিং শুরু করতে পারেন ব্রাত্য।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী
ছবি