নেহরুর চরিত্রে নীরজ কবি
RBN Web Desk: জওহরলাল নেহরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন নীরজ কবি। মেঘনা গুলজ়ার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির নামভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।
১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাপ্রধান ছিলেন শ্যাম মানেকশ। যু্দ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই কাহিনীই উঠে আসবে ‘স্যাম বাহাদুর’ ছবিতে। রাজ়ির পর আবারও মেঘনার পরিচালনায় অভিনয় করছেন ভিকি। বর্তমানে কাশ্মীরে এই ছবির শুটিং চলছে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
নীরজও এর আগে মেঘনার পরিচালনায় কাজ করেছেন। ২০০৮ সালে মেঘনার ‘তলওয়ার’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি দুটি জাতীয় পুরস্কার পেয়েছিল। ‘তলওয়ার’-এ নীরজের অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতে এক শিকারির চরিত্রে অভিনয় করেছেন নীরজ।
কাশ্মীরের পর দিল্লিতে হবে ‘স্যাম বাহাদুর’-এর পরবর্তী পর্যায়ের শুটিং।